31.6 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ১২:৩৪ | ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জলবায়ু পরিবর্তনে মানুষ ও প্রকৃতি বিপন্নতার মধ্যে আছে
পরিবেশ ও জলবায়ু

জলবায়ু পরিবর্তনে মানুষ ও প্রকৃতি বিপন্নতার মধ্যে আছে

জলবায়ু পরিবর্তনে মানুষ ও প্রকৃতি বিপন্নতার মধ্যে আছে

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষ ও প্রকৃতি বিপন্নতার মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু।

আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় মহিলা পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জলবায়ু বিপর্যয়ে নারীর ওপর অভিঘাত মোকাবিলায় করণীয় বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মালেকা বানু বলেন, জলবায়ু বিপর্যয়ের ফলে প্রকৃতি ও মানুষ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হবে—এ কথা দশকের পর দশক ধরে আলোচনা হয়েছে।

বর্তমানে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে মানুষ ও প্রকৃতি এই বিপন্নতার মধ্যে আছে। পরিবেশ বিপর্যয় মানুষের জন্য হচ্ছে, কাজেই মানুষকে এ বিপর্যয় রোধে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত নারী, শিশু এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী নির্বিশেষে নারীর জন্য এলাকাভেদে অনেক বেশি অসমতা বৃদ্ধি করছে।



মহিলা পরিষদের সভাপতির ডা. ফওজিয়া মোসলেম বলেন, জলবায়ু বিপর্যয় মোকাবিলায় পরিবেশ রক্ষার আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। জলবায়ুর অভিঘাতে নারীর স্বাস্থ্য, শিক্ষার ওপর নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে, দারিদ্র্য বাড়ছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে। এমন পরিস্থিতিতে সচেতনতামূলক কার্যক্রম, অ্যাডভোকেসি কার্যক্রম ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে তিনি উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

পরিবেশবিষয়ক সম্পাদক পারভীন ইসলাম ভৌগোলিকভাবে বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিকম্প, ভূমিধসপ্রবণ এলাকাগুলোর পরিস্থিতি ও নারীর ওপর তৈরি হওয়া অভিঘাতগুলো সম্পর্কে পর্যালোচনা করেন।

তিনি বলেন, পরিস্থিতি মোকাবিলায় এলাকাগত পরিবেশ ঝুঁকির ওপর গবেষণা পরিচালনা করতে হবে, নীতিমালা প্রণয়ন, পরিবেশবিষয়ক প্রকল্পগুলোতে নারীদের সম্পৃক্ত করতে হবে, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় নারীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে, কৃষক নারী, হাঁস-মুরগি ও গবাদিপশু পালনকারী নারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

সভায় মুক্ত আলোচনায় অংশ নেন মহিলা পরিষদের নোয়াখালীর আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক রোকসানা আক্তার নবী, রংপুর জেলার সাধারণ সম্পাদক রুমানা জামান, দিনাজপুরের আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, গাইবান্ধা জেলা শাখার পরিবেশ সম্পাদক বীথি বেগম, নারায়ণগঞ্জ জেলার পরিবেশবিষয়ক সম্পাদক রওনক রেহানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক সাথী চৌধুরী, বরিশালের জ্যোৎস্না বেগম, ভোলা জেলার পরিবেশ সম্পাদক ইসরাত জাহান বনি প্রমুখ।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত