সোনারগাঁয়ে ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন
পরিবেশ দূষণকারী ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাসটোন ও মহিউদ্দিন পেপার মিল নামক দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সোনারগাঁও উপজেলা জামপুর ইউনিয়নবাসী মানববন্ধন করেছে।
রবিবার (৯ মার্চ) বিকেলে জামপুরের মালিকপাড়া ধামরাখালী খালের ওপর ব্রিজে এলাকাবাসী এ মানববন্ধন করেছে।
মানববন্ধনকারীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় স্থাপিত গ্যাসটোন ব্যাটারি কারখানা ও মহিউদ্দিন পেপার মিলের রাসায়নিক দ্রব্য মিশ্রিত বিষাক্ত বর্জ্য স্থানীয় মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধামরাখালী খালে নিক্ষিপ্ত করে।
এতে খালের ও ব্রহ্মপুত্র নদের পানি দূষিত ও বিবর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। তাছাড়া প্রতিষ্ঠানগুলো থেকে নির্গত বিষাক্ত বর্জ্যে মাছ মরে গিয়ে এলাকার নদ-নদী, খাল-বিল ও ডোবা মাছ শূন্য হয়ে গেছে।
ওসব বিষাক্ত বর্জ্য ও রাসায়নিক পদার্থ মিশ্রিত পানির দুর্গন্ধে পরিবেশ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে এবং স্থানীয় জনগণ গ্যাস্ট্রিক, পেটের পীড়া সহ মারাত্মক রোগব্যাধীতে ভুগছেন।
এদিকে, মানববন্ধনের নেতৃত্বদানকারী স্থানীয় জামপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, এই এলাকায় মানুষ বাস করা দুর্বিষহ হয়ে পড়ছে এবং রোগ ব্যাধিতে বহু মানুষ আক্রান্ত।
অনেকে অর্থের অভাবে সঠিক চিকিৎসা নিতে না পেরে অকালেই মারা যাচ্ছে। এ প্রতিষ্ঠান দুটির বিষাক্ত বর্জ্য নিষ্কাশনে দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে এলাকাবাসী কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তিনি।
অপরদিকে, স্থানীয় ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার বলেন, দুই প্রতিষ্ঠানের কতৃপক্ষদেরকে বার বার নিষেধ করার পরও প্রতিষ্ঠানগুলোর রাসায়নিক দ্রব্য মিশ্রিত বিষাক্ত বর্জ্য স্থানীয় খালবিলে ও ব্রহ্মপুত্র নদে নিষ্কাশন করায় পানি বিবর্ণ হয়ে সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে। অনতিবিলম্বে ব্যবস্থা নিতে ঊধ্বর্তন কতৃপক্ষের কাছে জোর দাবি জানান তিনি।
এ ব্যাপারে স্থানীয় জামপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামরুজ্জামান জানান, উক্ত বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় দাবি জানিয়েছেন। এ ব্যাপারে জনস্বার্থে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আরো ব্যাপক আলোচনা করবেন জানান তিনি।
মানববন্ধনে জামপুর ইউনিয়নের হাজার হাজার এলাকাবাসী উপস্থিত ছিলেন।