উত্তর মেরুতে এ বছর তাপমাএা ২০ ডিগ্রি সেলসিয়াস উপরে বৃদ্ধি পেয়েছে
-রহমান মাহফুজ এবং নয়ন সাধক

চলতি বছর ফেব্রুয়ারীর শুরুতেই উত্তর মেরুর পূর্বাংশ অস্বাভাবিক উষ্ণ হয়ে উঠেছে এবং তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠেছে। প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে এখন পৃথিবীর বরফ বিহীন যুগের ১ম ধাপে উপনীত হয়েছি?
কিছু দিন পূর্বে উত্তর মেরুতে যেখানে বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বরফ জমা হয়েছিল। অথচ তার ১০/১২ দিন পরেই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে উঠেছে । এখন উত্তর মেরুর পূর্বাংশে একটি উষ্ণায়নের ঘটনা ঘটছে।
এর কারণ, স্ক্যান্ডেভিয়া অঞ্চলে (উত্তর ইউরোপের দেশ- নরওয়ে, ডেনমার্ক ও সুডেন) একটি বৃহৎ নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা পূর্বে বেরেন্ট সাগর পর্যন্ত বিস্তৃত।
এ নিম্ন চাপটিই দক্ষিণের উষ্ণ বায়ু নভায়া জেমলিয়া দ্বীপমালা এবং কারা সাগরের উপর দিয়ে উত্তর পূর্ব মেরু অঞ্চলের দিকে প্রবাহীত করছে। পশ্চিম মেরুর শীতল বাতাস উত্তর হতে দক্ষিন দিকে আইসল্যান্ডের দিকে প্রবাহিত করছে।
নিম্নচাপটি (ঘূর্নিঝড়টি) ঘড়ির কাটার ঘূর্ননের দিকে বায়ুকে প্রবাহিত করছে। উত্তর মেরুর পূর্বাংশের ভূ-পৃষ্ঠের বায়ুপ্রবাহ এবং গতিবেগ গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে।
দক্ষিণৈর বাতাস কারা সাগরের উপর দিয়ে উত্তর দিকের পূর্বাংশে এবং উত্তরের শীতল বাতাস স্ক্যান্ডেভিয়ার উপর দিয়ে দক্ষিণৈ প্রবাহিত হচ্ছে। পূর্ব ইউরোপের উষ্ণ বাতাস উত্তর দিকের উত্তর মেরুর বৃত্তাকার অংশে প্রবাহিত হচ্ছে ।
উত্তর মেরুবৃত্তের কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলে তাপমাএা বৃদ্ধিসহ অত্যন্ত উষ্ণতা বৃদ্ধি পাওয়ার বিষয়টি তাপমাত্রা পূর্বাভাসে প্রকাশিত হচ্ছে, যা বছরের এ সময়ে হওয়ার কথা নয়।
কয়েক দিনের মধ্যেই ঘটতে যাচ্ছে যে, উষ্ণ বাতাস সেভেরনায়া জেমলিয়ার উপর দিয়ে পূর্বের লেপটিভ সাগরের দিকে প্রবাহিত হচ্ছে। তার পর ইহা আস্তে আস্তে শীতল হতে থাকবে, কিন্তু এখনও ইহা এ বছরের এ সময়ের দীর্ঘদিনের গড় উষ্ণতা হতে অনেক অধিক।
উত্তর অঞ্চলে সাধারন -৩৫ ডিগ্রি সেলসিয়াস হতে -২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করে, যা এখন উত্তর মেরুর পূর্ব অংশে -৪ ডিগ্রি সেলসিয়াস হতে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।
তাহলে ইহা সহজে অনুমেয় যে, ঐ অঞ্চলে এ সময়ে অন্তত ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বৃদ্ধি ঘটেছে।
এ যে উত্তর মেরু অঞ্চলে গরম বায়ুর প্রবাহ। ইহা উত্তর মেরুর সাগরের বরফ দ্রুত গলিয়ে ফেলছে, বিশেষ করে কারা সমুদ্র ও তা হতে পূর্ব দিকের।
উপরের চিত্রটিতে ৪ দিনে বরফের মধ্যে উষ্ণ বায়ু প্রবাহের ফলে বরফের ঘনত্বে পরিবর্তণ দেখানো হয়েছে। লাল অর্থ হলো বরফের গলে যাচ্ছে এবং ঘনত্ব হ্রাস পাচ্ছে এবং নীল অর্থ অপেক্ষাকৃত বেশী ঘনত্বের বরফ যার পরিমান বৃদ্ধি পাচ্ছে।
Resource : www.severe-weather.eu