করোণা ভাইরাস: বয়স, লিঙ্গ ও অন্য রোগে আক্রান্ত ভেদে মৃত্যু ঝুঁকি
WHO-China Joint Mission কর্তৃক ৫৫,৯২৪ টি ল্যাবরেটরী নিশ্চিত পরীক্ষার উপর ( যা ২৮/০২/২০২০ তারিখে WHO কর্তৃক প্রকাশিত হয়েছে) এবং ১৭০২/২০২০ তারিখে Chinese Journal of Epidemiology তে প্রকাশিত Chinese CCDC এর ৭২,৩১৪ টি নিশ্চিত, সন্দেহজনক এবং কোন সিন্ডোম দেখা দেয়নি –
এমন লোকের উপর পরিচালিত পরীক্ষায় প্রাপ্ত ফরাফলের উপর ভিত্তি করে The Guardian এ ২৯/০২/২০২০ তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এ প্রতিবেদনটি প্রস্তুত করা হ’ল।
এখানে শুধু মাত্র নিশ্চিত ল্যাবরেটরী পরীক্ষায় প্রাপ্ত ফলাফলটি করোণা ভাইরাস কোভিদ – ১৯ এর সংক্রমণ হতে রক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহন ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার সুবিধার্থে সর্বসাধারনের জন্য প্রকাশ করা হল।
বয়সের ভিতিতে মৃত্যুর ঝুঁকি
বয়স | মৃত্যুর ঝুঁকি (%) |
০ – ৯ বছর* | ০.০ |
১০ – ৩৯ বছর | ০.২ |
৪০ – ৪৯ বছর | ০.৪ |
৫০ – ৫৯ বছর | ১.৩ |
৬০ – ৬৯ বছর | ৩.৬ |
৭০ – ৭৯ বছর | ৮.০ |
৮০ বছর এবং তার উপরে | ১৪.৮ |

* ০-৯ বছর বয়সের কোন শিশুকেই এ ভাইরাসে আক্রান্ত হতে দেখা যায়নি।
পুরুষ – নারী ভেদে মৃত্যুর ঝুঁকি

চায়নায় পুরুষেরা অত্যধিক ধুমপায়ী বিধায় হৃদয় রোগ জনিত কারণে পুরুষদের মধ্যে মৃত্যুর ঝুকি বেশী পাওয়া গিয়েছে
লিঙ্গ | মৃত্যুর ঝুঁকি (%) |
পুরুষ | ৪.৭ |
মহিলা | ২.৮ |
যারা ইতোমধ্যে অন্যরোগে আক্রান্ত রয়েছে তাদের মৃত্যুর ঝুঁকি
ইতোমধ্যে অন্যরোগে আক্রান্ত | মৃত্যুর ঝুঁকি (%) |
হৃদয় রোগ | ১৩.২ |
ডায়াবেটিস | ৯.২ |
ফুসফুস ও শ্বাস কষ্ট জনিত রোগ | ৮.০ |
উচ্চ রক্তচাপ | ৮.৪ |
ক্যানসার | ৭.৬ |
অন্য রোগে আক্রান্ত নয় | ০% |