তরুণদেরকে পরিবেশ রক্ষায় আরও সক্রিয় হতে হবে: পরিবেশ উপদেষ্টা, বাংলাদেশ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণ সরকারের শুধু কাজ নয়, এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব ও কর্তব্য।
পরিবেশ রক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে দেশের সাধারণ মানুষ, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনগুলোকেও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। পরিবেশ নিয়ে ভাবার সময় এখনই। দেশের সকল তরুণরা যদি সচেতন হয়, তা হলেই প্রতিষ্ঠা লাভ করবে দূষণমুক্ত বাংলাদেশ।
১৯ মে নাটোর সার্কিট হাউজে স্থানীয় পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের শিল্পবর্জ্য পরিবেশের জন্য ক্রমেই ভয়ংকর হুমকি হয়ে উঠেছে। শিল্প দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং তরল বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখতে ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
সভায় নাটোর জেলা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও পরিবেশকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ছিল। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতার কথা তরুনদের জানান এবং বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন।
উপদেষ্টা তাদের ভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বলেন, তরুণদের সকলকে পরিবেশ আন্দোলনে সংযুক্ত থাকতে হবে। কারণ, আজকের সচেতন সিদ্ধান্তই আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।