26 C
ঢাকা, বাংলাদেশ
ভোর ৫:০১ | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
দেশে বায়ু দূষণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে : পরিবেশমন্ত্রী
পরিবেশ দূষণ

দেশে বায়ু দূষণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে : পরিবেশমন্ত্রী

দেশে বায়ু দূষণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশে বায়ু দূষণের কারণে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তবে বায়ু দূষণের কারণে বজ্রপাত বৃদ্ধি পাওয়া সংক্রান্ত কোনো গবেষণালব্ধ ফলাফল এখনও পাওয়া যায়নি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী এ কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

শাহাব উদ্দিন বলেন, যেহেতু বর্তমানে বায়ু দূষণ বাংলাদেশের একটি অন্যতম পরিবেশগত সমস্যা সেহেতু সরকার বায়ু দূষণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ জারি করেছে। এই বিধিমালা বাস্তবায়নসহ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর কাজ করছে। এ সময় তিনি বায়ু দূষণ রোধে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।



সরকারি দলের সংসদ সদস্য হাবিব হাসানের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বাংলাদেশ বিমানের অভ্যন্তরীণ রুটগুলোর ভাড়া কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে বিমানের অভ্যন্তরীণ রুটের ভাড়া সামঞ্জস্যপূর্ণ এবং অনেকাংশেই কম।

প্রতিমন্ত্রী জানান, এয়ারলাইন্সের পরিচালনা ব্যয়ের ৪০ থেকে ৪৫ শতাংশ ব্যয় হয় জ্বালানি খাতে। গত দুই বছরে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পিপিপি-র আওতায় মংলায় খানজাহান আলী বিমান বন্দর নির্মাণের বিষয়ে সরকারের নীতিগত অনুমোদন রয়েছে। ঢাকা আশপাশে সর্বাধুনিক আন্তর্জাতিক মনের নতুন একটি বিমানবন্দর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

সরকারি দলের বেনজীর আহমেদের প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে বিমান সংস্থাগুলো তাদের নিজস্ব বাণিজ্যিক স্বার্থ, প্রতিযোগিতামূলক ভাড়া এবং অন্যান্য নিয়ামক ও আইএটিএ-র গাইডলাইন অনুসরণ করে আন্তর্জাতিক রুটের ভাড়া নির্ধারণ করে থাকে।



আধুনিক মুক্ত বাজার অর্থনীতিতে এ ব্যাপারে কোনো সরকারি নিয়ন্ত্রণমূলক নীতি পরিলক্ষিত হয় না। এ ক্ষেত্রে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এয়ারলাইন্সের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে না।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের জ্বালানি তেলের মূল্য এখনও বেশি থাকায় এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে বিমান সংস্থাগুলো বিমান ভাড়া কমিয়ে আগের অবস্থায় বা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারছে না।

মাহবুব আলী বলেন, বিভিন্ন দেশে ভ্রমণের জন্য সংশ্লিষ্ট দেশের আরোপিত বিধি নিষেধ ও বাংলাদেশ সরকারের আরোপিত বিধি নিষেধ ও বাংলাদেশ সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে বিমানকে মোট আসন সংখ্যার চেয়ে অনেক কম সংখ্যক যাত্রী পরিবহন করতে হয়েছে।

ফলে উভয়পথে কাঙ্ক্ষিত যাত্রী পরিবহন করা সম্ভব না হওয়ায় বিমানের ভাড়া কিছুটা বৃদ্ধি পেয়েছিল। তারপরও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া অন্য এয়ারলাইন্সের চেয়ে তুলনামূলক কম ছিল। কিন্তু যাত্রীদের কথা বিবেচনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন রুটে ভাড়া কমিয়েছে। যা যাত্রীদের জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।

সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের জবাবে মাহবুব আলী বলেন, বর্তমানে বিদেশে বাংলাদেশ বিমানের ট্রাভেল এজেন্টের সংখ্যা এক হাজার ৯৬৫টি।



এর মধ্যে ৯টি এজেন্টের কাছে বিমানের ১০ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার টাকা পাওনা রয়েছে। পাওনা বাকি থাকা এজেন্টগুলোর মধ্যে একটি কলকাতার, একটি কুয়ালালামপুরের ও বাকি ৭টি লন্ডনের।

সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এখন নতুনভাবে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন করার সুযোগ নেই।

সুদীর্ঘ ৫০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত না হয়ে থাকলে ভাতা প্রদানের সুযোগ নেই। ভাতাপ্রাপ্ত ব্যক্তি সনদ না পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত