নিউজিল্যান্ডে পাতলা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ
সুপারমার্কেটে প্লাস্টিকের ব্যাগের ওপর নিষেধাজ্ঞার আওতা আরও বাড়িয়েছে নিউজিল্যান্ড। এবার প্লাস্টিকের পাতলা ব্যাগের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। সাধারণত এসব ব্যাগ ফল ও সবজির জন্য ব্যবহার করা হয়।
একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের বিরুদ্ধে সরকারি প্রচারের অংশ হিসেবে এটি করা হয়েছে। মঙ্গলবার থেকে এটি কার্যকর হয়েছে। এরই মধ্যে অনেক ক্রেতা বাজার করতে আসার সময় বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসছেন। ২০১৯ সালে বাজার করা যায় এমন তুলনামূলক ভারী প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ করে দেশটি।
গত কয়েক বছরে অনেক দেশ প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছে। আবার কেউ কেউ এই ব্যাগের ওপর ফি আরোপ করেছে। নিউজিল্যান্ডের পরিবেশবিষয়ক প্রতিমন্ত্রী রাচেল ব্রুকিং বলেন, নিউজিল্যান্ড প্রচুর প্লাস্টিকের বর্জ্য তৈরি করে থাকে।
২০১৯ সাল থেকে ভারী প্লাস্টিকের ব্যাগ নিষিদ্ধ কার্যকর হওয়ার পর থেকে ১০০ কোটির বেশি প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমানো গেছে। গত শনিবারের নতুন এই পদক্ষেপের কারণে আশা করা হচ্ছে, প্রতিবছর ১৫ কোটি প্লাস্টিকের ব্যাগের ব্যবহার কমবে।
সমালোচকেরা উদ্বেগ প্রকাশ করে জানান, ক্রেতারা ডিসপোজেবল (একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়) কাগজের ব্যাগে করে মুদি পণ্য নিয়ে যাবেন। এই ব্যাগগুলো এখনো সুপারমার্কেটে পাওয়া যায়।
ব্রুকিং বলেন, ‘এটি করা এখন গুরুত্বপূর্ণ। আমরা সত্যি কোনো কিছু প্যাকেজিংয়ের জন্য একবার ব্যবহারযোগ্য এমন প্লাস্টিকের ব্যবহার কমাতে চাই। আমরা চাই লোকজন নিজেদের ব্যাগ নিয়ে আসুক এবং সুপারমার্কেটগুলো পুনরায় ব্যবহারযোগ্য ব্যাগ তৈরি করছে।’
সুপারমার্কেট চেইন কাউন্টডাউন, দেশজুড়ে তাদের ১৮৫টির বেশি স্টোর রয়েছে। তারা পুনরায় ব্যবহারযোগ্য পলিস্টারের ব্যাগ তৈরি করছে। কাউন্টডাউনের স্থায়িত্ববিষয়ক প্রধান ক্যাথরিন ল্যাঙ্গাবীর বলেন, ‘আমরা জানি কোনো কিছুতে পরিবর্তন আনা কঠিন এবং তাদের (গ্রাহক) একটু সময় লাগবে।’ কিছু কিছু গ্রাহক ক্ষোভ প্রকাশ করেছেন বলেও তিনি জানান।