পরিবেশ রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন
সাংগঠনিক কার্যক্রমের বিস্তৃতি বাড়াতে এবং গতিশীলতা আনতে ‘কৃষি ও পরিবেশ সেল’ নামে আরও এক নতুন সেল গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার প্রধান সমন্বয়ক মো. তৌহিদ আহমেদ আশিককে সম্পাদক করে সেলটি গঠন করা হয়েছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘কৃষি ও পরিবেশ সেল’ গঠন করা হয়েছে। এতে সেল সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিকসহ আরও ১২ জন সদস্য রয়েছেন।
এই ১২ জন সদস্য হলেন মো. সোহেল রানা, কাজী নাফিস সোয়াদ, মো. আনাছ বিন সোলাইমান, সিফাত হাসান সাকিব, মো. রাকিব বিন আমীন. মো. মিথুন আলি, সাদিয়া জান্নাত জুসি, ফারজানা আক্তার নুপুর, মো. দেলোয়ার হোসাইন সাঈদী, ছাব্বির হোসেন রিজন, শরীফুল ইসলাম ও সাইফ ইসলাম রাতুল।
এ বিষয়ে কৃষি ও পরিবেশ সেলের সম্পাদক মো. তৌহিদ আহমেদ আশিক বলেন, দেশের পরিবেশ রক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণে অঙ্গীকারবদ্ধ।কম খরচে কৃষকদের লাভবান করার পাশাপাশি ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে কৃষিপণ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি সুষম ও স্থিতিশীল কৃষিব্যবস্থা গড়ে তুলতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
নতুন সেলটিতে তৌহিদ আহমেদ আশিক ছাড়াও শেকৃবির আরও তিনজন শিক্ষার্থী রয়েছেন।