পরিবেশ রক্ষায় মন্ত্রণালয়ে বন্ধ হচ্ছে প্লাস্টিক বোতলের ব্যবহার
বিদ্যুৎ ও জ্বালানি, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সব সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ হচ্ছে। শিগগিরই এ সংক্রান্ত একটি নীতিমালা প্রণয়ন করা করা হবে।
অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ‘সিঙ্গেল ইউজ’ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে একটি নীতিমালা করার নির্দেশ দিয়েছেন।
রবিবার উপদেষ্টার দফতর থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনাগুলো জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, এখন থেকে সভা, সেমিনার, ওয়ার্কশপসহ অন্যান্য প্রাত্যহিক ক্ষেত্রে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করার ওপর জোর দেওয়া হয়েছে।
এছাড়া মন্ত্রণালয়/বিভাগের আওতাধীন সব সংস্থা/কোম্পানির নিয়োগ ও পদোন্নতি নীতিমালা প্রণয়ন (যদি না হয়ে থাকে) ও হালনাগাদ করে সংশ্লিষ্ট বোর্ডের অনুমোদন নিয়ে স্ব-স্ব মন্ত্রণালয়/বিভাগে পাঠাতে হবে।
এসব নির্দেশ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আওতাধীন মন্ত্রণালয়/বিভাগ এবং তাদের অধীন দফতর/সংস্থা/কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হবে।