30 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৩:০২ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশ রক্ষায় মির্জাপুরের টিলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক
পরিবেশ রক্ষা

পরিবেশ রক্ষায় মির্জাপুরের টিলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক

পরিবেশ রক্ষায় মির্জাপুরের টিলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক

একটি পাহাড় বা টিলা কীভাবে কেটে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া যায়, সেটি দেখার জন্য ঢাকা থেকে বেরিয়ে বেশি দূর যেতে হবে না।

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খননযন্ত্র দিয়ে যেভাবে মাটি কেটে টিলা সাবাড় করে দেওয়া হয়েছে, দেখেই যে কেউ আফসোস করতে পারেন—প্রকৃতির ওপর এমন অত্যাচার চলতে পারে! দুঃখজনক হলেও সেটিই সত্যি।

রাজধানীর অদূরবর্তী জেলাতেই যদি এমন পরিস্থিতি হয়, দূরবর্তী জেলাগুলোর কী অবস্থা, সেটিই এখন দুশ্চিন্তার বিষয়। পরিবেশবিদেরাও এত উদ্বেগ জানান, প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর তৎপর হতে আহ্বান জানায়, সেগুলোকে বলতে গেলে গুরুত্বহীন চোখেই দেখা হয়। ফলে দিন দিন আমরা পাহাড় ও টিলাশূন্য অঞ্চলের দিকে এগোচ্ছি, ভবিষ্যতে যার পরিণতি হতে পারে ভয়াবহ।



মূলত ইটভাটায় মাটির সরবরাহের জন্যই মির্জাপুরের টিলা কাটা হচ্ছে। এখন পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১২-এর ৬ ধারা) অনুযায়ী প্রাকৃতিকভাবে সৃষ্ট টিলা ও পাহাড় কাটা বা নিধন সম্পূর্ণ নিষিদ্ধ।

ফলে আইন অমান্য করেই খননযন্ত্র দিয়ে এ টিলা কাটা হচ্ছে এবং ঝামেলা এড়াতে সে কর্মকাণ্ড চালানো হচ্ছে রাতে। এখন টিলা কাটার কারণে আশপাশে ঘর ও স্থাপনা ঝুঁকির মুখে পড়েছে। আগামী বর্ষাকালে মাটি ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কমদা গ্রামে তিনটি স্থানে টিলা কাটা হচ্ছে। টিলার মালিকেরাই ইটভাটায় মাটি বিক্রি করতে এ কাজ করছেন। নিজস্ব মালিকানায় থাকলেও সেটি করার সুযোগ কারও নেই। কারণ, জমির শ্রেণি পরিবর্তন করতে সরকারের অনুমতি লাগে।

এখন স্থানীয় লোকজনের ভাষ্য, টিলামালিকেরা নাকি টিলা কাটার জন্য সরকার থেকে অনুমতি নিয়েছে। টিলার মালিকেরা যদি সত্যিই এমন অনুমতি পেয়ে থাকেন, তাহলে উদ্বেগজনকই বলতে হয়। তার মানে সরকারই টিলা বিনাশে উৎসাহিত করছে।



এখন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান চালাচ্ছেন। এ ছাড়া কয়েক দিন আগে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

কিন্তু এসব অভিযান ওই এলাকায় তেমন প্রভাব ফেলতে পারছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। মির্জাপুরের টিলাগুলো রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হোক। পাশাপাশি সেখানকার অবৈধ ও আইন না মেনে চলা ইটভাটাগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত