পরিবেশ রক্ষায় শাবিপ্রবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
‘আমার মাটি আমার দায়, গাছ রোপণে বাঁচা যায়’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি করছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ৪ সেপ্টেম্বর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সহযোগিতায় এবারের বৃক্ষরোপণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে রোপণ করা হচ্ছে। শাবিপ্রবি বন্ধুসভার বন্ধুরা মোট ১ হাজার ২০০টি চারাগাছ রোপণ করছেন।
১ হাজার ২০০ গাছের মধ্যে রয়েছে শজনেগাছ ৪৩৫টি, লেবুগাছ ৩৯০, আম্রপালি ১৬০, করছগাছ ৮৫, আমলকী ৮০ ও কদমগাছ ৫০টি।
এগুলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের পাশে, শারীরিক শিক্ষা দপ্তরের পাশে এবং শাহপরান হল থেকে টিলারগাঁও রাস্তার দুই পাশে রোপণ করছেন বন্ধুরা।
এ বিষয়ে তথ্য ও প্রযুক্তি সম্পাদক নুর হাসনাত বলেন, ‘বৈশ্বিক উষ্ণায়নের বৈরী প্রভাব এখন চরম পর্যায়ে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে বন্যা ও খরা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে। এমন সময় প্রথম আলো বন্ধুসভার বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে বিশ্বাস করি।’