পলিথিনে ভরে গেছে ঢাকার ১৯টি খাল: উপদেষ্টা রিজওয়ানা
রাজধানীর ১৯টি খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই।’
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এ মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজধানীর ১৯ খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে, যা পরিষ্কার করার মতো ড্রেজার নেই বাংলাদেশে। তাই ব্যক্তি পর্যায়ে ব্যবহার বন্ধ করতে হবে।’
পরিবেশ উপদেষ্টা আরো বলেন, ‘পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এর পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব। তাই “পলিথিন মুক্ত প্রতিদিন” এমন মানসিকতা গড়ে তুলতে হবে। এই ব্যাগের প্রথাগত বিকল্প আছে। অথচ মুনাফার আশায় পলিথিন ব্যাগ কারখানার মালিকরা বিভ্রান্তি ছড়াচ্ছে।’
এ বিষয়ে দেশবাসীকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে পলিথিন মুক্ত করার আহ্বান জানাই।’