প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস উপলক্ষে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ
আজ ৭ মে ২০২৫ ছ ‘প্রাকৃতিক অক্সিজেন রক্ষা দিবস।
দিবসটি উপলক্ষে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক ছাত্র-যুব সমাবেশ ও র্যালির আয়োজন করে।
গ্রীন ভয়েসের সহসমন্বয়ক আরিফুর রহমান সমাবেশটি সঞ্চালনা করেন এবং সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক মো. আলমগীর কবির।
সমাবেশে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) রুহিন হোসেন প্রিন্স, বাপার নির্বাহী সদস্য জাভেদ জাহান, যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, সাংবাদিক ও গবেষক আনিস রায়হান প্রমুখ।
রুহিন হোসেন প্রিন্স বলেন, উন্নয়নের নামেই যেখানে সেখানে গাছ কাটা হচ্ছে। গাছ কাটা যেন রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে। পরিবেশ রক্ষার প্রশ্নে সকল রাজনৈতিক দল বা মতের সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিবেশবান্ধব আন্দোলনে নামতে হবে।
গ্রীন ভয়েসের সমন্বয়ক আলমগীর কবির বলেন, অক্সিজেন ছাড়া জীবনের অস্তিত্ব অসম্ভব। আর গাছ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখছে।
আর এই অক্সিজেন সরবরাহকারী গাছগুলোই উন্নয়নের নামে কেটে ফেলা হচ্ছে। ব্যক্তিস্বার্থ, ধর্মীয় উসকানি বা ভ্রান্ত ধারণায় যারা পরিবেশ ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে সরকারকে।
সমাবেশে ঢাকা শহরের অন্তত ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।