প্লাস্টিক দূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে
পরিবেশবিদ অধ্যাপক ড. এ আতিক রহমান বলেছেন, শুধু আইন দিয়ে প্লাস্টিকের দূষণ রোধ সম্ভব নয়। এ রোধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।
শনিবার দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা নিয়ে ছায়া সংসদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ড. এ আতিক রহমান বলেন, এ বিষয়ে এওয়ারনেস তৈরি করতে হবে। স্কুলে ক্লাস টু বা থ্রি থেকে বাচ্চাদের শেখাতে হবে প্লাস্টিক কতটা ক্ষতিকর। এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিরা নির্বাচনী ইশতেহারে পরিবেশ দূষণ বন্ধের ব্যাপারে পদক্ষেপ নিতে পারে বলেও মত প্রকাশ করেছেন এ পরিবেশবিদ।
সবসময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, পলিথিন মাটিতে পড়ে থেকে মাটির উর্বরতা হ্রাস করছে এবং ফসলের ক্ষতি করছে। এছাড়াও পলিথিনের অতিরিক্ত ব্যবহারের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি যেমন শ্বাসকষ্ট লিভার এর কার্যকারিতা রাস মাথাব্যথা এমনকি ক্যান্সারও হতে পারে।
আর এজন্য বিশেষ করে দায়ী কনজ্যুমার প্রতিষ্ঠানগুলো। তাই তাদের লাভ্যাংশের একটি অংশ স্বাস্থ্যখাতে দেওয়ার সুপারিশ করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এছাড়া পরিবেশ দূষণ বন্ধে তিনি ১০ দফা সুপারিশ তুলে ধরেন।