বায়ুদূষণের অন্যতম কারণ হচ্ছে উন্নয়নমূলক কাজ: পরিবেশ উপমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার বলেছেন, ‘দেশে নানারকম উন্নয়নমূলক কাজ হচ্ছে। এ কারণে বায়ুদূষণ হচ্ছে। এটা উন্নত দেশগুলোর ক্ষেত্রেও হয়। উন্নয়ন কাজ শেষ হলে দূষণ কমে যাবে।’
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্সের (বি.আই.পি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘বায়ুমান এবং জ্বালানি উন্নয়নে নবায়নযোগ্য শক্তির ভূমিকা’ শীর্ষক একটি গোলটেবিল তিনি এ কথা বলেন।
বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং বিআইপি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ আয়োজনে সহ-আয়োজক ছিল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর), পিওর আর্থ বাংলাদেশ, নোঙর বাংলাদেশ ট্রাস্ট, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (সিজিইডি), পরিবেশ উদ্যোগ, এবং ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)।
হাবিবুন নাহার বলেন, ‘বায়ু দূষণের জন্য শুধু সরকার কিংবা মন্ত্রণালয় দায়ী নয়। সাধারণ মানুষ যতক্ষণ না সচেতন হবে ততক্ষণ পর্যন্ত সরকার একা বায়ু দূষণ কমাতে পারবে না।’
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিশ্বব্যাপী বায়ু দূষণের স্ট্যান্ডার্ড একই হওয়া উচিত। তবে দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিজস্ব একটি রোডম্যাপ ও কার্যকর পরিকল্পনা প্রণয়ন করতে হবে।’
ক্যাপসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার বলেন, ‘বায়ুমান ও জ্বালানি উন্নয়নে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।’ তিনি কয়লা, তেল ও গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রকে লাল শ্রেণিভুক্ত (চরম পরিবেশ দূষণকারী) রাখার দাবি জানান।
পিওর আর্থ বাংলাদেশের প্রোগ্রাম ডিরেক্টর বাসুদেব চক্রবর্তী বলেন, ‘লেড এসিড যুক্ত ব্যাটারি উন্মুক্ত স্থানে ফেলে রাখার কারণে দূষিত হচ্ছে বায়ু। এই দূষিত বায়ু এর পার্শ্ববর্তী এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।’
বিআইপি’র প্রেসিডেন্ট মোহাম্মদ ফজলে রেজা সুমন এর সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর সমন্বয়ক শরীফ জামিল, ইন্সটিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আলী নকী, ইনস্টিটিউট ফর প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মোহাম্মদ খান, সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের (সিজিইডি) নির্বাহী পরিচালক আব্দুল ওয়াহাব, বিআইপি এর উপদেষ্টা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আকতার মাহমুদ, নোঙর বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান সুমন শামস প্রমুখ।