বায়ুদূষণ নিয়ন্ত্রণে ৫ জেলার অবৈধ ইটভাটা উচ্ছেদ করতে হবে: হাইকোর্ট
বায়ুদূষণ নিয়ন্ত্রণে ঢাকাসহ পাঁচ জেলার অবৈধ সব ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন।
মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ৫ মার্চ হাইকোর্ট ঢাকার বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশনা অনুসারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চান। সে অনুযায়ী পরিবেশ অধিদপ্তর, দুই সিটি করপোরেশনসহ চার বিবাদীর পক্ষ থেকে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। পরিবেশ অধিদপ্তরের পক্ষে আইনজীবী আমাতুল করীম ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ শুনানিতে ছিলেন।
ঢাকা ও এর আশপাশের চার জেলায় (গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ) থাকা অবৈধ সব ইটভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে হাইকোর্ট পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।
তিনি বলেন, ‘পরিবেশ অধিদপ্তর, ঢাকার দুই সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের দাখিল করা প্রতিবেদনে আদালত সন্তুষ্ট হতে পারেননি। বায়ুদূষণ রোধে আদালতের ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিয়ে সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিলে ঢাকা কীভাবে টানা বায়ুদূষণের শীর্ষে থাকে—শুনানিতে আদালত এমন প্রশ্ন রেখেছেন বলে জানান এই আইনজীবী।