28 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ১:৪১ | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
ব্যাঙ রক্ষায় ঢাকা থেকে সাইকেলে বাংলাবান্ধা ৩ শিক্ষার্থী
জীববৈচিত্র্য

ব্যাঙ রক্ষায় ঢাকা থেকে সাইকেলে বাংলাবান্ধা ৩ শিক্ষার্থী

ব্যাঙ রক্ষায় ঢাকা থেকে সাইকেলে বাংলাবান্ধা ৩ শিক্ষার্থী

ব্যাঙ একটি খুবই উপকারী প্রাণি। ব্যাঙ মশাসহ ক্ষতিকর পোকামাকড় খেয়ে মানুষকে রোগবাহী পতঙ্গ থেকে রক্ষা করে, বাঁচায় কৃষকের ফসলও।

তাই প্রকৃতির প্রয়োজনে ব্যাঙ রক্ষায় জনসচেতনতা তৈরিতে ঢাকা থেকে প্রায় সাড়ে ৫শ কিলোমিটার সাইকেল চালিয়ে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত পর্যন্ত গেলেন তিন শিক্ষার্থী। যাত্রা পথে ব্যাঙ সংরক্ষণের সামাজিক বাস্তবতা নিয়ে একটি জরিপও চালিয়েছেন তারা।



বৃহস্পতিবার বিকেলে বাংলাবান্ধায় পৌঁছে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তারা। এর আগে গত ২৩ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রওনা হয়ে সাইকেল চালিয়ে ৭ দিনে ১০টি জেলা প্রদক্ষিণ করেন এই শিক্ষার্থীরা।

যাত্রাপথে বিভিন্ন স্কুল, লোকালয়, বাজার, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, পার্ক এবং সংরক্ষিত বনাঞ্চলের আশপাশের এলাকাবাসীকে ব্যাঙের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন তারা।

সাইক্লিস্ট দলের ৩ সদস্য হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সজীব বিশ্বাস, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিলয় চন্দ্র মন্ডল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুশীল মালাকার।

তারা তিনজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিষয়ক ক্লাব নেচার স্ট্যাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের সদস্য। এই সাইক্লিং কম্পেইনের সার্বিক সহায়তায় ছিলো ব্যাঙ বিষয়ক সংগঠন “SAVE THE FROGS”।

এর আগে গত শুক্রবার (২৩ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় “Cycling for SAVE THE FROGS” ক্যাম্পেইন। তারপর তারা সাইকেল চালিয়ে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও,পঞ্চগড় জেলা প্রদক্ষিণ করেন।



এ সময় গাজীপুর জাতীয় উদ্যান, মধুপুর জাতীয় উদ্যান, বীরগঞ্জ জাতীয় উদ্যানসহ আশেপাশের এলাকার বিভিন্ন সামাজিক স্থানে ব্যাঙ চেনা, এর প্রজনন, খাদ্য, হুমকি নিয়ে নানান সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাও। পাশাপাশি বাঙালী সংস্কৃতির সঙ্গে ব্যাঙের সম্পর্ক বুঝতে, ধর্মীয় দৃষ্টিকোণে ব্যাঙের ধারনাসহ ব্যাঙ নিয়ে দেশীয় ভ্রান্ত ধারনা নিরসন এবং স্থানীয় মানুষের ব্যাঙ সংক্রান্ত ধারনা বুঝতে করা হয় জরিপ ও।

সাতদিনে প্রায় সাড়ে ৫শ কিলোমিটার সাইকেল চালিয়ে বৃহস্পতিবার বাংলাবান্ধায় কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন দলনেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি বিষয়ক ক্লাব নেচার স্ট্যাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের সভাপতি সজীব বিশ্বাস।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত