সাতক্ষীরায় পানিতে দাঁড়িয়ে জলবায়ু ন্যায়ের দাবি
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করতে এবং টেকসই পরিবেশ গড়ার দাবিতে সাতক্ষীরায় ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শহরতলীর বিনেরপোতা এলাকায় পানিতে দাঁড়িয়ে পরিবেশবান্ধব বার্তা সম্বলিত পোস্টার হাতে কর্মসূচিতে অংশগ্রহণ করেন সংগঠনের তরুণ সদস্যরা। ‘দেয়ার্স নো প্ল্যানেট বি’, ‘স্টপ ক্লাইমেট চেঞ্জ’, ‘সল্যুশন নট পল্যুশন’সহ নানা স্লোগানে তারা জলবায়ু ন্যায়ের দাবিতে সরব হন।
এতে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি ইব্রাহিম খলিল, সাবেক সভাপতি ও পরিবেশ কর্মী হোসেন আলী, স্বেচ্ছাসেবী ইসরাত জাহান ফারিয়াসহ অন্যান্যরা।
বক্তারা এ সময় বলেন, জলবায়ু পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাব ফেলছে উপকূলীয় জেলা সাতক্ষীরার মতো অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন ও অতিবৃষ্টির কারণে স্থানীয় মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব সরাসরি অনুভব করে এ জেলার মানুষ। তাই বিশ্ব নেতৃবৃন্দ এই সংকট মোকাবেলায় আরও কার্যকর ও জরুরি পদক্ষেপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিবেশ বাঁচাতে আমাদেরই প্রথম এগিয়ে আসতে হবে। প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হবে, কারণ প্রকৃতি তার নিজস্ব গতিতে চলে। আর এই গতি বাধাগ্রস্ত হলেই দুর্ভোগ বাড়বে।
পৃথিবীতে যত প্রাণী আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানবকুল। কিন্তু জলবায়ু পরিবর্তনের এই মহামারীর জন্য দায়ী এই মানুষই।
পরিবেশে ক্ষতিকর উপাদান বাড়াচ্ছে মানুষ, আর পরিবেশবান্ধব উপাদান ধ্বংস করছে। মানুষ আধুনিকায়নের দিকে যাচ্ছে ঠিকই, কিন্তু পরিবেশবান্ধব হচ্ছে না। আর এ জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে।