সিদ্ধিরগঞ্জে পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ, আটক ২
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৭ টন পলিথিন উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নারায়ণগঞ্জ অংশে অভিযান চালিয়ে পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, চালক মো. এনামুল হক চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ চরমাছুয়া গ্ৰামের আব্দুল মান্নানের ছেলে ও হেলপার মো. মাসুদ, চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন ক্লাব রোডের আব্দুর রউফ ব্যাপারীর ছেলে।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের নিচে ফায়ার সার্ভিসের সামনের (চট্টগ্রামমুখী) এলাকায় অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে ৭ টন পরিবেশ দূষণকারী পলিথিন জব্দ করা হয়।
শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া অবৈধ পলিথিন বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।