32 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৯:৪৯ | ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
সিরাজগঞ্জে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় আলোচনা সভা
পরিবেশ রক্ষা

সিরাজগঞ্জে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় আলোচনা সভা

সিরাজগঞ্জে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় আলোচনা সভা

সিরাজগঞ্জে তাঁত কারখানা দূষণ জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)-এর আয়োজনে, সোমবার (৩০ ডিসেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায় এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ রফিক সরকার এবং স্বাগত বক্তব্যে রাখেন, বেলা এর ফিল্ড কো-অর্ডিনেটর এএমএম মামুন ও মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম তালুকদার। মুক্ত আলোচনার সঞ্চালক ছিলেন, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম, স্বপ্ন এর নির্বাহী পরিচালক মোঃ জিয়াউর রহমান প্রমুখ।



এসময়ে রাজাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিন বাদশা, আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আমেনা খাতুন সহ আরো অনেকে।

এসময় বক্তারা বলেন, তাঁত কারখানা দূষণ হয় তাঁতের সুতা প্রক্রিয়াকরণে ব্যবহৃত রাসায়নিক বর্জ্য যত্রতত্রভাবে ফেলার কারণে নিয়মনীতি না মানায় হুমকির মুখে পরিবেশ ও জীববৈচিত্র্য। ক্ষতিগ্রস্ত হয় উর্বর ফসলি জমি।

এসময়ে কিছু বাড়ির টিউবলের পানি দূষিত। রঙের গন্ধে থাকা যায় না, নানা ধরনের অসুখ-বিসুখ দেখা দিচ্ছে। পশু-পাখি এই পানি খেয়ে মরে যায়। তাঁত সমৃদ্ধ এলাকার অনেক মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে জীবনযাপন করে।

তাই যত্রতত্র ভাবে নানা ধরনের রাসায়নিক মিশ্রিত বিষাক্ত রং পানি আশপাশের ডোবা-নালা, খাল-বিল ও নদীতে ফেলা যাবে না। প্রতিষ্ঠানের পরিচালক / স্বত্বাধিকারীরা এবং সমাজের প্রতিটি মানুষ সচেতন ভাবে রাসায়নিক মিশ্রিত বিষাক্ত রং পানি নিদিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে। পরিবেশ অধিদপ্তরের নিয়মকানুন মেনে চলতে হবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত