১৪ তম বাংলাদেশ বাই সাইকেল লেন দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় পালিত
৪ এপ্রিল প্রথম শুক্রবার ২০২৫ ছিল ১৪ তম বাংলাদেশ বাইসাইকেল লেন দিবস ২০২৫। দিবসটি উপলক্ষ্যে ঢাকা শহরের সাইকেল ও পরিবেশপ্রেমীগন ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঐ দিন সকাল ১০ ঘটিকায় একত্রিত হন এবং সংক্ষিপ্ত সমাবেশ এর পর ওখান থেকে এক বর্ণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।
নাগরিক সুস্বাস্থ্য গঠন, যানজট নিরসন এবং পরিবেশ ভারসাম্য রক্ষার্থে পরিবেশ বান্ধব বাইসাকেলের ব্যবহার প্রসার এবং ব্যবহারকারীদের জন্য সড়কের পাশে নিরাপদ সাইকেল লেন প্রতিষ্ঠার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও দেশের মানুষদের মধ্যে উদ্দিপনা
সৃষ্টির জন্য গত ২০১২ সাল হতে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে প্রতি বছর এপ্রিল মাসের প্রথম শুক্রবার এ দিবসটি পালন করে আসছে।
প্রতি বছরের ন্যয় এবারও বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্ট ক্লাব, মিরপুর স্টান্ট বয়েজ এবং কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটি উক্ত সমাবেশ ও বনাঢ্য সাইকেল র্যালী আয়োজন করে।
এ বছর ১৪তম বাংলাদেশ বাইসাইকেল লেন দিবস এর প্রতিপাদ্য ছিল “নিরাপদ সড়ক ও পরিবেশ রক্ষার্থে বাইসাইকেলের গুরুত্ব।”
বনাঢ্য সাইকেল র্যালীর আগে ”বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ পরিষদ” এর সভাপতি মো:আমিনুল ইসলাম টুববুস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, পীরজাদা শহীদুল হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি, মো. তাওহীদুর রহমান, বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সিনিয়র সহসভাপতি, মোহাম্মদ রিয়াজ, মিরপুর স্টান্ট বয়েজের সভাপতি, মোহাম্মাদ আলী রিমন, সভ্যতা প্রবীণ সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী, শাকিল সেন, উৎসব কমিটির,আহবায়ক, তানজিম এলাহী, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সাজ্জাদ হোসেন, রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য সচিব তপন কুমার দাস, দুলিন আজাদ।
উক্ত সংগঠণের সদস্যগন, বিভিন্ন পরিবেশ কর্মীগন, মিডিয়া কর্মীগন উক্ত সমাবেশ ও র্যালীতে স্বত:স্ফুর্ত অংশ গ্রহন করেন। এছাড়াও র্যালীতে যুক্তরাষ্ট, রাশিয়া এবং চীনের এক জন করে পর্যটক অংশ গ্রহন করেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তাগন বাইসাইকেল এর স্বাস্থ্যগত, শিক্ষা, সাশ্রয়ী ও পরিবেশগত দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং দেশের সকল সড়কের পাশে একটি নিরাপদ সাইকেল লেন স্থাপনের উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়।
এ ছাড়াও দেশবাসীকে পরিবেশ দূষণকারী মোটরযানের পরিবর্তে জ্বালানী বিহীন দ্বিচক্র যান ব্যবহারে অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
সংক্ষিপ্ত সমাবেশের পর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গন হতে বনাঢ্য সাইকেল র্যালীটি শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনারায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে র্যালীটি শেষ হয়।
ঈদের পর পুরো ঢাকা ছিল একেবারেই ফাঁকা।
“চলে আমার সাইকেল হাওয়ার বেঁকে উইড়া, উইড়া,
ঢাকা শহর দেখমু আজ দুইজনে ঘুইরা ঘুইরা, ও.. পাবলিক ভাই ,
সাইকেলের ব্রেক নাই, নিরাপদ সড়কে সাইকেল লেন চাই!”
এমন গান গেয়ে তরুণ তরুণীরা দাবি ও মনের আনন্দে সাইকেল র্যালিতে অংশগ্রহণ করে।