সিলেটের সিএনজি স্টেশন থেকে বাড়ছে শব্দ দূষণ
সিলেটের সিএনজি ফিলিং স্টেশন থেকে শব্দ দূষণের অভিযোগ উঠেছে। লাইসেন্স নবায়নের আগে স্টেশন মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফিলিং স্টেশন পরিদর্শন করে শব্দ দূষণের সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর।
শব্দ দূষণের অপরাধে এরই মধ্যে সিলেট ও মৌলভীবাজারের তিনটি সিএনজি ফিলিং স্টেশনকে জরিমানাও করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্য স্টেশনগুলোয় অভিযান চালালে এ সংখ্যা আরো বাড়বে।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, দূষণের মাত্রা নিয়ন্ত্রণের শর্তে স্টেশনগুলোকে ছাড়পত্র দেয় পরিবেশ অধিদপ্তর ও জ্বালানি মন্ত্রণালয়। শব্দ দূষণের কারণ হতে পারে এমন প্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে দূষণ নির্ধারিত মানমাত্রার মধ্যে রাখার শর্ত দেয় পরিবেশ অধিদপ্তর।
বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আমিরুজ্জামান চৌধুরী বলেন, ‘সিলেট নগরীর বেশির ভাগ স্টেশনই সড়কের পাশে।
স্টেশন চালু অবস্থায় যে শব্দ হয়, তার চেয়ে বেশি শব্দ হয় বন্ধ থাকা অবস্থায়। আমরা ধারণা করছি, শব্দমাত্রা পরিমাপের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালকের অসৎ উদ্দেশ্য রয়েছে।’
তবে পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ফেরদৌস আনোয়ার বলেন, ‘ব্যবসায়ীদের অভিযোগ ভিত্তিহীন। তারা আর্থিক সুবিধা দিয়ে আমাদের নিয়মিত পরিদর্শন থেকে বিরত থাকার অনুরোধ করেন।
প্রস্তাবে রাজি না হওয়ায় আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তারা। তাছাড়া তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই দূষণের মানমাত্রা পরীক্ষা করা হয়েছে। আলামত এনে ল্যাবে পরীক্ষা করে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা আইনের বাইরে কিছুই করিনি।’