30 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৮:১৩ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটকে আছে খাল সংস্কার
পরিবেশ পরিক্রমা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটকে আছে খাল সংস্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আটকে আছে খাল সংস্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পৌরশহরের খাল সংস্কার ও স্লোব প্রোটেকশন নির্মাণ কাজ প্রায় অর্ধেক হওয়ার পর অনেক দিন হলো এর বাকি অংশের নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। জলবায়ু প্রকল্পে পৌর শহরে জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে প্রায় এক কোটি টাকা ব্যায় বরাদ্দে এর সংস্কার ও নির্মাণ কাজ শুরু করা হয়।

বাকি কাজ টাকা বরাদ্দ না আসায় তা আর করা হচ্ছে না। এদিকে সংস্কার করা অংশে নানা আবর্জনা জমে থাকছে। দিন দিন খালটি ভরাট হয়ে যাচ্ছে। পরিবেশ উন্নয়নের প্রকল্পটি এখন নিজেই নোংরা পরিবেশে আটকে আছে।

জানা গেছে, উল্লাপাড়া পৌর শহরের মাঝের খালটি এক সময় প্রায় ভরাট হয়ে যাওয়া ও দুপাড়ের বসতিদের দখলে ছিলো।

প্রায় বছর ছয়েক আগে পৌরসভা থেকে খালটির সরকারী জায়গা অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করা হয়। এরপর পৌরসভা থেকে প্রায় ৪৭৫ মিটার (প্রায় আধা কিলোমিটার) দীর্ঘ খালটি সংস্কার, দু’পাড়ে পায়ে হেটে চলাচলে সড়ক পথ, সহজ পারাপারে সেতু নির্মাণ প্রকল্প করা হয়।

পৌরসভা প্রকৌশল বিভাগ থেকে জানা গেছে, সরকারের জলবায়ু প্রকল্পে পৌর শহরের জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে বিগত ২০২১ সালে প্রকল্পের অনুমোদন হয়। এতে ব্যয় বরাদ্দের পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানা গেছে। মোট চারটি কিস্তিতে প্রকল্পে টাকা বরাদ্দ দেওয়ার বিষয় জানা গেছে।



প্রতি কিস্তি টাকার পরিমাণ প্রায় পঁচিশ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের পর একজন ঠিকাদারের মাধ্যমে খালটির সংস্কার ও দু’পাড়ে স্লোব প্রোটেকশন নির্মাণ কাজ শুরু করা হয়।

খালটির প্রায় অর্ধেক অংশ সংস্কার ও স্লোব প্রোটেকশন নির্মাণ কাজ করা হয়েছে। পৌর শহরের গুরুত্বপূর্ণ খালটির আড়াআড়ি একটি সড়ক পথ আছে। খালের পানি নিষ্কাশন ব্যবস্থায় সড়কে রিং কালভার্ট নির্মাণ করা হয়েছে।

আরো জানা গেছে, সে কালভার্ট খালটির তলা থেকে কিছুটা উচু করে নির্মাণ করায় সহজে পানি নিষ্কাশন হতে পারছে না। এতে সংস্কার ও স্লোব প্রোটেকশন নির্মাণ করা অংশ থেকে পানি নিষ্কাশন হতে না পারায় জলাবদ্ধ অবস্থা হয়েছে। আর পলিথিন, নানা পণ্যের কার্টুন ও বিভিন্ন আবর্জনা ফেলায় খালটি ভরাট হয়ে উঠছে।

এখন সেখানকার পরিবেশ একেবারে নোংরা হয়ে গেছে। দিনে দিনে পরিবেশ আরো নোংরা হচ্ছে। বলতে গেলে খালটির সংস্কার অংশ আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে। আর আবর্জনার ভাগাড় হয়ে উঠছে বলা চলে। পৌরসভা প্রকৌশল বিভাগ থেকে আরো জানা গেছে প্রকল্পের বাকি দুই কিস্তির টাকা বরাদ্দ আসলে একই ঠিকাদারের মাধ্যমে বাকি অংশের কাজ করা হবে।

এছাড়া অন্য একটি প্রকল্পে খালটির পানি সহজে নিষ্কাশন ও চলাচল সুবিধায় তিনটি সেতু নির্মাণ করার একটি প্রকল্প দাখিল করা আছে বলে জানানো হয়। এর অনুমোদন ও টাকা বরাদ্দ পেলে এর নির্মাণ কাজ করা হবে। বিগত ২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রকল্পটির নির্মাণ বাস্তবায়ন কাজ শেষ হওয়ার কথা ছিল।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, গুরুত্বপূর্ণ এই প্রকল্পটির বাকি অংশের কাজ, বাকি দুই কিস্তির টাকা বরাদ্দ পেলে করা হবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত