বিশ্ব ধরণী দিবস -২০২৫
২২ এপ্রিল ছিল বিশ্ব ধরণী দিবস, ২০২৫।
১৯৭০ সাল হতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরণী দিবসটি বিশ্ববাসী প্রতিপালন হয়ে আসছে। এটি earthday.org এর মাধ্যমে বিশ্বব্যাপী সমন্বিত বিস্তৃত অনুষ্ঠানের অন্তর্ভুক্ত। এই পৃথিবীকে মানবজাতীসহ সকল প্রাণীর বাসযোগ্য রাখতে পরিবেশ দূষণ রোধে বিশ্ববাসিকে জাগ্রত রাখতে এবং উদ্বুদ্ধ করতে এই দিবসটি পালনের উদেশ্য নিহিত।
প্রতিবছর বিশ্ব ধরণী দিবসের জন্য একটি পৃথক প্রতিপাদ্য নির্বাচন করা হয়ে থাকে। ২০২৫ সালের ধরণী দিবসের প্রতিপাদ্য হলো: আমাদের শক্তি, আমাদের গ্রহ (Our Power, Our Planet), যা নবায়নযোগ্য জ্বালানির উপর মানুষের মনোযোগ আকর্ষণ রে।
এই প্রতিপাদ্য নির্বাচনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে পরিষ্কার বিদ্যুৎ তিনগুণ বৃদ্ধি করতে নবায়নযোগ্য জ্বালানির চারপাশে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রথম ধরণী দিবসের আয়োজক ডেনিস হেইস বলেছিলেন, “বছরের পর বছর ধরে আমাদের এই মিথ্যা বলা হচ্ছে যে, ”কেবল জীবাশ্ম জ্বালানিই গ্রহকে বিদ্যুৎ দিতে পারে, এটি সত্য নয় “
আর্থ ডে অর্গানাইজেশনের সভাপতি ক্যাথলিন রজার্স বলেন, “২০৩০ সালের মধ্যে, গ্রহে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে বড় উৎস হবে সৌরশক্তি।”
তিনি আরও বলেন, “নবায়নযোগ্য শক্তির দিকে বড় পরিবর্তনকে সমর্থন করার জন্য আমাদের জনগণের শক্তির প্রয়োজন। “
তিনি বলেন, “নবায়নযোগ্য শক্তির দিকে বড় পরিবর্তনকে সমর্থন করার জন্য আমরা সকলকে স্থানীয় মেয়র, প্রতিবেশী, সম্প্রদায়ের নেতা এবং স্থানীয় ও জাতীয় আইন প্রণেতাদের সাথে কথা বলতে উৎসাহিত করি।”
তাই এ পৃথিবীর পরিবেশ সংরক্ষণে আমাদেরকে পরিবেশ দূষণের প্রধান উৎসহ জীবাস্ম জ্বালাণীর ব্যবহার ক্রমেই হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানী উৎপাদন ও ব্যবহারে মনোযোগী হতে হবে যাতে ২০২৩ সালে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানীর উৎপাদন বর্তমানের চেয়ে ৩ (তিন) গুন বৃদ্ধি করা যায়।