শুরু হচ্ছে ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৫’, পরিবেশ নিয়ে আগ্রহীদের জন্য সূবর্ণ সুযোগ
বাংলাদেশে পরিবেশবাদী সংস্থা “দ্য আর্থ ক্লাইমেট” ‘ক্লাইমেট ক্যাম্প ২০২৫’ ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। সংস্থাটি জাতিসংঘের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার দশক ২০২১-২০৩০ এর সাথে সংহতি ঘোষণায় বাংলাদেশে ২০২১ সাল থেকে ক্লাইমেট ক্যাম্পের আয়োজন করে আসছে এবং প্রতিবছর এই আয়োজনের জন্য একটা প্রতিপাদ্য(Theme) নির্বাচন করা হচ্ছে।
ক্লাইমেট ক্যাম্প ২০২৫ এর প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে ‘দূষণের অবসান’ (Ending Pollution)।
পরিবেশ নিয়ে কাজ করতে আগ্রহী এমন উদ্যোক্তা, উদ্ভাবক বা তরুণেরা দুই ভাবে এ আয়োজনে অংশ নিতে পারেন। প্রথমত, নিজ অঞ্চলে ছোট পরিসরে নিজেই একটি ক্লাইমেট ক্যাম্প আয়োজন করতে পারবে।
এ উদ্যোগের জন্য “দ্য আর্থ ক্লাইমেট” প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে এবং প্রচারণায় সাহায্য করবে। দ্বিতীয়ত, কোন কাজ বা উদ্ভাবন দ্বারা পরিবেশের কোনো সমস্যার সমাধান করবে, এমন উদ্যোগও উদ্যোক্তা, উদ্ভাবক বা তরুণেরা নিতে পারে।
পরিবেশসংক্রান্ত উদ্যোক্তাদের বলা হচ্ছে ‘ক্লাইমেটপ্রেনার্স’। নির্বাচিত ক্লাইমেটপ্রেনারদের অর্থাৎ উদ্যোক্তা, উদ্ভাবক বা তরুণেরা প্রশিক্ষণ থেকে শুরু করে বিনিয়োগ প্রাপ্তিরও সুযোগ থাকবে এই আয়োজনে।
ফলে কোন ক্লাইমেটপ্রেনার্স এর পরিবেশ ও জলবায়ু বিষয়ক সমস্যার কোন চিন্তা চেতনা থাকলে এই সুযোগে তারা তা কাজে লাগাতে পারবেন।
দ্য আর্থ ক্লাইমেট এর পরিবেশিত তথ্যানুযায়ী ২০২১ সাল থেকে শুরু হওয়া ক্লাইমেট ক্যাম্পের মাধ্যমে ১৫ শতাধিক তরুণ অনুপ্রাণিত হয়েছে। সংস্থাটি ৪০ জনেরও বেশি উদ্যোক্তাকে প্রশিক্ষণ, বিনিয়োগ বা প্রচারণার মাধ্যমে সহায়তা করেছে।
এবার বাংলাদেশের আটটি বিভাগে ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দ্য আর্থের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শাকিলা সাত্তার বলেন,
‘ক্লাইমেট ক্যাম্প করতে গিয়ে আমরা দেখেছি, কীভাবে ছোট ছোট উদ্যোগ এক হয়ে একটা টেকসই, পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ভূমিকা রাখতে পারে। একটা প্রজন্মকে আমরা পরিবেশ রক্ষায় অনুপ্রাণিত করতে চেষ্টা করছি।’
ক্লাইমেট ক্যাম্প ২০২৫-এর নিবন্ধন চলবে আগামী ১০ মে পর্যন্ত এবং নিবন্ধনের জন্য আবেদন লিংক নিন্মরূপঃ
https://www.thedailystar.net/tech-startup/news/climate-camp-2025-opens-registration-youth-led-environmental-initiatives-3876736