রাজশাহীর ২টি জলাভূমিকে সরকার ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা
রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা মৌজায় অবস্থিত দুটি জলাভূমিকে সরকার ‘জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ দেশের প্রথম জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষনা করেছে।
সম্প্রতি বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী সরকার এই ঘোষণা দিয়েছে।

রাজশাহীর তানোর উপজেলার বিলজোয়ানা মৌজার জলাভূমির আয়তন ১.৬৫ একর এবং গোদাগাড়ী উপজেলার বিলভালা মৌজার জলাভূমির ১৫.০৮ একর হবে।
বিলজোয়ানা ও বিলভালা জলাভূমিদ্বয়ে শীতকালে দেশি ও পরিযায়ী পাখির অন্যতম আশ্রয়স্থল হয়ে উঠে। এসব বিলে কালেম, কোড়া, ডাহুক, গুড়গুড়ি, জলপিপি, জলময়ূরের মতো দেশি জলচর পাখির পাশাপাশি বালিহাঁস, পাতিসরালি, বড় সরালি, পিয়াং হাঁস, খুন্তে হাঁস, ভুতিহাঁসসহ বিভিন্ন প্রজাতির পরিযায়ী হাঁস লক্ষ্য করা যায়। এসব প্রজাতির পাখি ছাড়াও জলাভূমি ২টিতে নানা রকম উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর বসবাস রয়েছে।
বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যা ও মানবসৃষ্ট কর্মে এই জলাভূমির জীববৈচিত্র্য বর্তমানে হুমকির মুখে। ফলে অভয়ারণ্য ঘোষণার কারণে এখন থেকে এই জলাভূমি ২টিতে বিভিন্ন প্রজাতির পাখি ও বন্য প্রাণীর নিরাপদ আবাস হিসাবে নিশ্চিত হবে।
পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও প্রকৃতিপ্রেমীদের জন্য এই ২টি জলাভূমি গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য শিক্ষাক্ষেত্রে হিসাবে পরিণত হবে।