কাবুল প্রথম আধুনিক শহর হতে যাচ্ছে যেখানে পানিশূন্যতা দেখা দিতে পারে
কাবুল প্রথম আধুনিক শহর হতে যাচ্ছে যেখানে পানিশূন্যতা দেখা দিতে পারে মরিয়ম আমিনী বিশেষজ্ঞগণ সতর্কতা জারী করেছেন যে, আপগানিস্তানের রাজধানী কাবুল প্রথম আধুনিক শহর হতে পারে যথায় সম্পূর্ণরূপে পানি শূন্য হয়ে যাবে। এনজিও মার্সি কর্পসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত নগরায়ণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে গত এক দশকে কাবুলের ভূগর্ভস্থ......