জলবায়ুর বিরুপ প্রভাবে নেপালে বরফের বন্যা
জলবায়ুর বিরুপ প্রভাবে নেপালে বরফের বন্যা নেপালে হিমালয় পর্বতাঞ্চলে বরফের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে শেরপাদের একটি গ্রাম। হিমবাহ গলা বরফ শীতল স্রোতে রবিবার (১৮ আগস্ট) এভারেস্টের নিকটবর্তী গ্রামটি প্লাবিত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। গ্লেসিয়ার বা হিমবাহের একটি হ্রদের তীর ভেঙে যাওয়ার কারণে প্রায় ৩ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত থামে......