জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিনে ছাড়া হলো ১৮৩টি কাছিমের বাচ্চা
জীববৈচিত্র্য রক্ষায় সেন্টমার্টিনে ছাড়া হলো ১৮৩টি কাছিমের বাচ্চা কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের হ্যাচারিতে জন্ম নেওয়া ১৮৩টি কাছিমের বাচ্চা বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের মেরিন পার্ক হ্যাচারিসংলগ্ন পশ্চিম সৈকতে বাচ্চাগুলো বঙ্গোপসাগরে ছেড়ে দেওয়া হয়। ‘আমার সেন্ট মার্টিন’ নামের সামাজিক সংগঠনের সমন্বয়ক আলী হায়দার জানান, চলতি বছর......