দখল দূষণ ও ভরাটে মৃতপ্রায় মহেশখালীর কোহেলিয়া নদী
দখল দূষণ ও ভরাটে মৃতপ্রায় মহেশখালীর কোহেলিয়া নদী কক্সবাজারের মহেশখালী উপজেলায় কালারমারছড়া, মাতারবাড়ী ও ধলঘাটার বুক চিরে বয়ে চলেছে কোহেলিয়া নদী। যুগ যুগ ধরে জোয়ার–ভাটায় আপন গতিতে প্রবাহিত হচ্ছে। ভরা যৌবনে খরস্রোতা ছিল কোহেলিয়া। এই নদীর পারে স্থাপিত হয়েছে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প। সমপ্রতি দখল, দূষণ ও ভরাটের ফলে হারিয়ে......