নদী সুরক্ষার দাবিতে সাতক্ষীরায় নদীবন্ধন
নদী সুরক্ষার দাবিতে সাতক্ষীরায় নদীবন্ধন রবিবার উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী ওয়াপদা বেড়িঁবাধের ভাঙনকূলে অর্ধশতাধিক যুব এবং স্থানীয় জনগোষ্ঠী এই নদীবন্ধনে অংশ নেন। ‘বেঁচে থাকার অধিকার, চাই জলবায়ু সুবিচার’, ‘জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করো, ভবিষ্যতের জন্য বিনিয়োগ চাই’, ‘ক্ষতিকারক কৃষি চর্চায় বিনিয়োগ বন্ধ করো’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘ক্লাইমেট জাস্টিস নাউ’ ইত্যাদি......