পর্যটক বন্ধে সেন্ট মার্টিনে সৈকতজুড়ে শামুক-ঝিনুকের বিচরণ
পর্যটক বন্ধে সেন্ট মার্টিনে সৈকতজুড়ে শামুক-ঝিনুকের বিচরণ বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। ১ ফেব্রুয়ারি থেকে দ্বীপটিতে বন্ধ রয়েছে পর্যটকদের যাতায়াত। পর্যটক না থাকায় দ্বীপটির জনশূন্য সৈকতে এখন বেড়েছে শামুক-ঝিনুকের বিচরণ। দ্বীপের দক্ষিণ পাশের দিয়ারমাথা ও ছেঁড়াদিয়াতেও সবুজ প্যারাবন ও কেয়াগাছ জাগছে। কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবস্থিত দ্বীপটিতে......