বন বিভাগের জবাবদিহি নিশ্চিত করে নতুন বন আইন করার দাবি
বননির্ভর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অধিকারের সুরক্ষা এবং বন বিভাগের জবাবদিহি নিশ্চিত করে নতুন বন আইন করার দাবি উঠেছে। এর পাশাপাশি বন সম্পর্কিত আইন ও নীতিমালায় বনবাসী মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ারও কথা বলা হয়েছে। ‘বন আইন ২০১৯ খসড়া বিষয়ে নাগরিক অভিমত’ শীর্ষক এক ভার্চুয়াল জাতীয় সভায় এ দাবি করেন বক্তারা। গতকাল......