এখনও অর্থায়নের কোনো ইঙ্গিত নেই জলবায়ু সম্মেলনে
এখনও অর্থায়নের কোনো ইঙ্গিত নেই জলবায়ু সম্মেলনে (কপ২৯) আসর বসেছে দেশটির রাজধানী বাকুতে। এমন এক দেশে সম্মেলন বসার বিষয়ে শুরু থেকেই জলবায়ুকর্মীরা ছিলেন সমালোচনামুখর। ১৮০ দেশের অন্তত ৮০ হাজার প্রতিনিধি জলবায়ু সংকট থেকে উত্তরণের লক্ষ্যে ১১ নভেম্বর থেকে জড়ো হয়েছেন নয়নাভিরাম এই শহরে। আলোচনা চলবে ২২ নভেম্বর পর্যন্ত। এরই মধ্যে......