28 C
ঢাকা, বাংলাদেশ
রাত ১০:৩৪ | ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বনাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত
আন্তর্জাতিক দিবস পরিবেশ রক্ষা বাংলাদেশ পরিবেশ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বনাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বনাঢ্য সাইকেল র‌্যালী অনুষ্ঠিত

গতকাল ১২ ,আগস্ট ২০২৫, ছিল বিশ্ব যুব আন্তর্জাতিক যুব দিবস।

যুব সমাজে সাইক্লিং এর গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশ সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে দিবসটি উপলক্ষে ”ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব” এর উদ্যোগে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের এলাকায় “শারীরিক ও মানসিক প্রশান্তিতে সাইক্লিং” স্লোগানে এক বন্যাঢ্য সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।খবর প্রেস বিজ্ঞপ্তি।

বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে যথাযথ মর্যাদায় এই দিবসটির উপর আলোচনা, প্রদর্শনী, সেমিানার, সিম্পোজিয়াম আয়োজনের মাধ্যমে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।

এরই ধারাবাহিকতায় বাংলাদেস যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এ বছর জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য বিষয় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগত“ নির্ধারণ করা হয়েছে। সাইকেল র‌্যালীটি সকাল ৬-৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্রে (টিএসসি) এর সম্মূখস্থান হতে শুরু হয়ে পায়রা চত্বর ঘুরে পুনরায় টিএসসিতে শেষ হয়।

যুব সমাজের মাঝে সচেতনতা বার্তা ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের বক্তব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায়, বৃক্ষ রোপন ও সাইক্লিং-এর গুরুত্ব অপরিসিম।

তাই সভায় বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি, আমিনুল ইসলাম টুববুস বলেন, যুবসমাজের প্রতিভা বিকাশের জন্য সংগঠনের নেত্বত্ব অপরিহার্য, সাইক্লিং বহু মাতত্রিক উপকারিতার পাশাপাশি মানসিক চাপ রোধ, সুস্থ শরীর গঠনের এবং পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে অবদান রাখছে। সাইকেল র‌্যালী আয়োজনে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রসেনজিৎ দেব পার্থ আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বলেন, পরিবেশ সুরক্ষা ও যুবদের সুস্বাস্থ্যের জন্য সাইক্লিং উৎসাহিত করার পাশাপাশি ঢাবি সাইক্লিস্টদের নিরাপত্তার স্বার্থের  পৃথক সাইকেল লেন অত্যন্ত জরুরি ও গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সহ-সভাপতি সাঈদ মাহমুদ, রোকেয়া হল জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক শ্রাবণী আক্তার, ঢাবির সাইক্লিং ক্লাবের দপ্তরসম্পাদক মো: সোলাইমান, মর্নিং রাইডারস এর মো: আরমান, ঢাকা হাজারীবাগ সাইক্লিং ক্লাব, নারায়নগঞ্জ সাইকেল কমিউনিটিসহ জাতীয় ভিত্তিক সম্মাননা সংগঠনের প্রতিনিধি, নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ভিন্ন হলের ছাত্রছাত্রীরা  অংশ নিতে দেখা যায়।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত