প্রাকৃতিক পরিবেশে যেতে কার না ভালো লাগে। বিশেষ করে যারা শহরে বসবাস করে তাদের কাছের প্রকৃতির ছোঁয়া একটি বিশেষ বিষয়। শহরে বসবাসরত মানুষ ইট-পাথরে ঘেরা দেয়ালের মাঝ খান থেকে প্রাকৃতিক পরিবেশে যাওয়ার জন্য একটু সময় বের করার চেষ্টা করে। কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠে না। তবে বর্তমানে শহরের বাড়ির ছাদে ছাদ বাগান করার ফলে কিছুটা হলেও সবুজের ছোঁয়া পাচ্ছে কিছু মানুষ। কিছু কিছু বাড়ির সামনেই রাখা হয়েছে বিভিন্ন জাতের গাছ। যাদিও গাছগুলো আকারে বেশি বড় নয়। তারপরেও শহরে একটু সবুজরে ছোঁয়া অনেক কিছু।




