জলবায়ু পরিবর্তন এভাবে চলতে থাকলে কোনো ধরনের উন্নয়নই সম্ভব হবে না: সাবের হোসেন চৌধুরী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের কোনো ধরনের উন্নয়নই সম্ভব হবে না।
আমাদের সব উন্নয়নকে টেকসই করতে হলে পরিবেশকে ঠিক করতে হবে। আর তা না হলে জনগণ উন্নয়নের সুফল ঠিকমতো পাবে না।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের অডিটরিয়ামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আয়োজনে
‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিস্ক অ্যাসেসমেন্ট’ শীর্ষক ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের
সাবের হোসেন চৌধুরী বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যতে হবে। আর সেই কাজ আমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে। তা না হলে আমাদের আগামীর প্রজন্ম বসবাস করার মতো পৃথিবী পাবে না।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ধরিত্রী কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিক, ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশনের পরিচালক মির্জা শওকত আলী প্রমুখ।
ওয়ার্কশপে বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্টের প্রতিনিধিরা অংশ নেন।
ওয়ার্কশপে কারিগরি সহযোগিতা দেন ইউকে ক্লাইমেট চেঞ্জ কমিটির বিশেষজ্ঞ দল।