পরিবেশের ক্ষতি না করে উন্নয়ন প্রকল্প নেওয়ার দাবি
পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু পরিবর্তন এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও কৃষিজমিতে জলাবদ্ধতা নিরসনের দাবি জানানো হয়েছে। পরিবেশের ক্ষতি হবে না, এমন উন্নয়ন প্রকল্প নেওয়ার দাবি তাদের।
শনিবার দুপুরে কলাপাড়া প্রেস ক্লাবে পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সমন্বয়কারী শুভংকর চক্রবর্তী লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, পর্যটনসমৃদ্ধ কলাপাড়া উপজেলায় জলবায়ু পরিবর্তনের কারণে নদীভাঙন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলে লবণাক্ত পানি প্রবেশের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করা হয়। এতে এ উপজেলায় বাস্তুচ্যুত পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরো বলেন, বিগত ১০ বছরে চলমান অধিগ্রহণ প্রক্রিয়া নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। অধিগ্রহণ জমির মূল্য এবং ক্ষতিপূরণ অনিশ্চয়তা ছাড়াও দালাল ও কিছুসংখ্যক কর্মকর্তার উৎপাত রয়েছে।
অনেক মালিকের ক্ষতিপূরণের টাকা আটকে গেছে কিছু ভুয়া মামলায়। আশ্রয়ের ব্যবস্থা না করেই উচ্ছেদ করা হয়েছে বহু পরিবারকে। অনেকে পুনর্বাসিত হলেও সংসার চালাতে হিমশিম খাচ্ছে।
কৃষক ও জেলে পরিবার হারিয়েছে মাছ ধরার জলাশয় এবং কৃষিজমি। তারা এখন বেকার। কলাপাড়ায় মেগা প্রকল্পের কারণে ইলিশ প্রজননসহ প্রাণপ্রকৃতিরও ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
সংবাদ সম্মেলনে বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আইনজীবী সুভাষ চন্দ্র দাস, সহকারী অধ্যাপক টুনু রানী কর্মকার, কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ সদস্য সচিব মনোয়ারা বেগম, সদস্য শুভ্রা চক্রবর্তী, কবির তালুকদার প্রমুখ।