পরিবেশ রক্ষায় বায়ুদূষণ রোধে যথাযথ উদ্যোগ নিচ্ছে ডিএনসিসি
রাজধানীর বায়ুদূষণ রোধ ও তাপমাত্রা কমাতে উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC)। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট ৩টি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে দূষণের কারণ ও করণীয় নির্ধারণ করা হবে। এর পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিষ্ঠান তিনটি হলো– সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।
সোমবার রাজধানীর গুলশান-২-এ নগর ভবনের হলরুমে করপোরেশনের ২৫তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মেয়র আতিক বলেন, ‘ঢাকা শহরে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি রাজধানীর বায়ুদূষণের মাত্রা অনেক বেশি। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে আমরা ইতোমধ্যে বৃক্ষরোপণ শুরু করেছি।
এ কর্মসূচি একই সঙ্গে বায়ুদূষণ হ্রাস করবে। এ ছাড়া আরও কী কী করা যায়, তা জানতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে।’
ডিএনসিসির সচিব মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তা-কাউন্সিলররা।