মানবশূন্য কক্সবাজার সৈকতে জাল বিস্তার করছে চলেছে সাগরলতা
বাংলাদেশর মানুষ যখন কনোরা ভাইরাসে আক্রান্ত তখন নিজের শিকড় দিয়ে জাল মাটির গভীরে জাল বিস্তার করছে সাগরলতা। ধীরে ধীরে জমতে শুরু করেছে বালিয়ারি। সাগরলতার ডালপালা আর শিকড়ে আটকে পড়ে বালি জমার দৃশ্য অনেক দিন দেখা হয় না।
মাত্র এক দশক আগ্রে যেখানে সাগরলতার ফুলে ফুলে ভরে থাকতো সেখানে আবারও এমন দৃশ্য দেখা যাওয়ার পথে। গত ১৮ মার্চ থেকে কক্সবাজার মানবশূন্য অবস্থায় রয়েছে । আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে সাগরলতা। বিনা বাঁধায় নিজের আপন মনে বিস্তার করে চলেছে তার শাখা প্রশাখা।

সাগরলতা মাটির ক্ষয় ঠেকাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। বালি আটকে রেখে বড় বড় বালিয়ারি তৈরিতে সাগরলতার তুলনা নেই। সবার বালিয়াড়ি তৈরির কারিগর হিসাবে পরিচিত এই সাগরলতা।
আগের সাগরের তীরে থাকা সাগরলতা বিভিন্ন কারণে হারিয়ে গেছে। কিন্তু এখন করোনার কারণে সকল পর্যটন কেন্দ্রগুলোয় প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। আর সেই প্রকৃতিক আজ নিজের মতো করেই পূনর্গঠিত হচ্ছে।
গত কয়েকদিন ধরে কক্সবাজারের নির্জন সৈকতের বিভিন্ন স্থানে দেখা মিলছে সাগরলতার। ফলে আপন গতিতে প্রকৃতির পরিবেশগত পুনরুদ্ধারের বিষয়টি সরাসরি দেখা চোখে পড়ছে।