যানবাহনে হাইড্রোলিক হর্ণ বাজানোর প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও স্কেটিং র্যালী অনুষ্ঠিত

আজ ১১ আগস্ট, ২০২৩, যানবাহনে হাইড্রোলিক হর্ণ বাজানোর প্রতিবাদে রাজধানী ঢাকায় মানববন্ধন ও স্কেটিং র্যালী অনুষ্ঠিত হয়। সার্চ স্কেটিং ক্লাব, ঢাকার সহযোগীতায় আরিজ ফাউন্ডেশন র্যালীটির আয়োজন করে।
রাজধানীর শাহবাগে র্যালীটি শুরু হয়ে যানবাহনে হাইড্রোলিক হর্ণ বাজানো নিষিদ্ধ করণ লেখা সম্বলিত রং-বেরং এর ব্যানার ও ফেষ্টুনসহ র্যালীটি আশে পাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীটির শুরুর প্রাক্কালে র্যালীর আয়োজকগণ হাইড্রোলিক হর্ণ বাজানোর ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন এবং শব্দদূষণ রোধে অবিলম্বে যানবাহনে হাইড্রোলিক হর্ণ বাজানো নিষিদ্ধ করণের দাবী জানান।
র্যালীতে অংশগ্রহণকারী সাইক্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে এবং আপ্যায়নের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়।