31 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ২:৪৬ | ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
শব্দদূষণ আইন সম্পর্কে জানতে পাঠ্যবইয়ে ‘শব্দদূষণ’ বিষয়ক অধ্যায় যুক্ত করার দাবি
বাংলাদেশ পরিবেশ

শব্দদূষণ আইন সম্পর্কে জানতে পাঠ্যবইয়ে ‘শব্দদূষণ’ বিষয়ক অধ্যায় যুক্ত করার দাবি

শব্দদূষণ আইন সম্পর্কে জানতে পাঠ্যবইয়ে ‘শব্দদূষণ’ বিষয়ক অধ্যায় যুক্ত করার দাবি

শিশু, হার্টের রোগী বা পথচারীসহ আমরা সবাই শব্দদূষণের ভয়াবহ প্রভাবের শিকার, এমনকি পশুপাখিও। পরিবেশের ভারসম্যতা নষ্ট হচ্ছে। শব্দের দূষণ প্রতিরোধে এর আইন সম্পর্কে ব্যাপক প্রচারের পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রতিকারের জন্য স্কুল পর্যায়ের পাঠ্য বইয়ে ‘শব্দদূষণ’ বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা জরুরি।



বুধবার (১৬ মার্চ) সকালে পিরোজপুর জেলার সার্কিট হাউস সভাকক্ষে পরিবেশ অধিদফতরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’এর আওতায় গুরুত্বপূর্ণ অংশীদারদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম এর সভাপতিত্বে ও স্টামফোর্ড ইউনিভার্সিটির লেকচারার আব্দুল্লাহ আল নাঈম এর সঞ্চালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথির ছিলেন পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক খলিলুর রহমান, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মল্লিকা রানী মন্ডল, সরকারি স্কুলের শিক্ষক শিমুল মল্লিক, সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী মহুয়া আফসারী তিথি, পিরোজপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মজনু তালুকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি পিরোজপুরের সেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মল্লিকা রানী মন্ডল বলেন, শিশু, পরীক্ষার্থী, হার্টের রোগী, পথচারীসহ আমরা সকলেই শব্দদূষণের বিরুপ প্রভাবের শিকার। এমনকি পশুপাখিও।

পরিবেশের ভারসম্যতা নষ্ট হচ্ছে। শব্দের দূষণ প্রতিরোধে এর আইন সম্পর্কে ব্যাপক প্রচারের পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রতিকারের জন্য স্কুল পর্যায়ের পাঠ্য বইয়ে ‘শব্দদূষণ’ বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভূক্ত করা জরুরি।

সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রী মহুয়া আফসারী তিথি অভিযোগ করেন, আমাদের কলেজ রাস্তার পাশে। শব্দদূষণের কারণে পরীক্ষায় ব্যাঘাত ঘটে, মাথা ব্যাথা করে। পরে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হই।



প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম বলেন, জোরে হর্ন না দিলে শহরের মানুষগুলো শুনতে পায় না। শব্দ দূষণের কারণে আমাদের কানের সেলগুলো নষ্ট হচ্ছে।

এখনও গ্রামের মানুষের শ্রবনশক্তি শহরের মানুষের তুলনায় অনেক ভালো। শব্দদূষণ আইন বাস্তবায়নে আমাদের সকলের সহযোগিতা প্রয়োজন। নিদেন পক্ষে অটোরিক্সার হর্ন বাদ দিয়ে যদি বেল সিস্টেমে চালকদের অভ্যস্ত করা যায়, তাহলে অনেকটা দূষণ কমতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, স্কুল কলেজ থেকেই শিক্ষার্থীদের সচেতন রাখতে হবে। মোটরযানের শব্দদূষণ নিয়ন্ত্রণ করতে হবে। আর মাইক ছাড়াও প্রচারণার কাজ সম্পন্ন করা যায়। সচেতনতার পাশাপাশি শব্দদূষণ রোধে আইন প্রয়োগই সমস্যার সমাধান হতে পারে।

পরিবেশ অধিদফতরের পরিচালিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সারাদেশের শব্দ দূষণের ওপর জরিপ করছে ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যায়ণ কেন্দ্র (ক্যাপস)।

তারই অংশ হিসেবে রবিবার বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র (ক্যাপস) এর চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে পরিচালিত টিম বরগুনা শহরে শব্দদূষণের মাত্রা জানতে ৫ স্থানের সাউন্ড লেভেল মিটার স্থাপন করে।

এ মেশিনটি প্রতি এক মিনিট পরপর তথ্য দেবে। যার মাধ্যমে ২৪ ঘণ্টার শব্দদূষণের মাত্রা জানা যাবে। পিরোজপুর শহরের পর্যবেক্ষণাধীন পাঁচটি জোন হলো রেসিডেনশিয়াল এরিয়া, সাইলেন্ট এরিয়া, সাইলেন্ট মিক্স এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল ও কমার্শিয়াল এরিয়া।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত