রাজিবুল ইসলাম (রাজিব): কুয়াশায় ছেয়ে গেছে সমস্তগ্রাম। যেদিকেই দেখা যায় সব দিকেই শুধু কুয়াশা আর কুয়াশা। শীত গত হয়েছে অনেক দিন হলো। কিন্তু শীতের আমেজ যেন এখনো রয়ে গেছে। ঘোলাটে পরিবেশ জানান দেয় এখনো শীত আছে। কিন্তু শীতের তীব্রতা নেই কোথাও। এখন বাংলা চৈত্রমাস চলমান। আর মাত্র কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে চৈত্র সংক্রান্তি। কিন্তু এরকম ঘোলা ও কুয়াশা আচ্ছন্ন পরিবেশ হওয়ার কারণ ঠিক বোঝা যাচ্ছে না। গ্রামের মানুষের প্রশ্ন গরমকালে এরকম কুয়াশা কেন ?

শীতকাল নয় তবুও কুয়াশার এমন পরিবেশের দৃশ্য দেখা গিয়েছে নড়াইল সহ বিভিন্ন এলাকায়। আজ সকালে এমন পরিবেশ বিরাজ করেছে গ্রামাঞ্চলে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল ২০২০ ) ভোর থেকে ১০টা পর্যন্ত এমন অবস্থার কিছু ছবি অনেকেই পোস্ট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বাংলায় একটি প্রবাদ আছে বিনা মেঘে বর্জ্যপাত। ঠিক এমনটাই ঘটে চলেছে নিয়মিত। কুয়াশার সাথে সাথে ভোরে একটু শীত অনুভূত হলেও এটাকে শীত বলা চলে না। কিন্তু এ সময় ঘোলাটে আর কুয়াশা আচ্ছন্ন পরিবেশ জনমনে বিভিন্ন প্রশ্নের সঞ্চার করে।