নতুন পর্যটনকেন্দ্র ‘সাদা পাথ ‘ এলাকায় আরো জমা হয়েছে সাদা পাথর। সিলেটের নতুন পর্যটনকেন্দ্র কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জে পাহাড়ি ঢলের ফলে বৃদ্ধি পেয়েছে এই ধলা সোনা। নতুন এই সাদা পাথরের স্তুপ সংরক্ষণ রাখার জন্য উপজেলা প্রশাসন এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
পুরো এলাকায় নতুন করে পাথরের স্তূপ পড়েছে। সীমান্তের শূন্যরেখার কাছে ধলাই নদ অববাহিকা এলাকাতেও নতুন পাথর জমা পড়েছে। পাঁচ একর জায়গায় নতুন পাথরের আরেকটি স্তূপ পড়েছে। এতে সাদা পাথর এলাকা দেখতে আগের চেয়ে আরও সুন্দর হয়েছে ।

সিলেট অঞ্চলে সীমান্ত এলাকায় পাহাড়-নদী-পাথরকেন্দ্রিক প্রাকৃতিক পর্যটনকেন্দ্র বিছনাকান্দির পর সাদা পাথর এলাকা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে পড়ে। ব্যাপক পর্যটক যাতায়াতে গত বছরের ১৫ ডিসেম্বর ‘সাদা পাথর পরিবহন’ নামে বাস সার্ভিসও চালু হয়েছে। প্রতিদিন সেখানে ১০ হাজার পর্যটকের পদচারণ ঘটে। তবে করোনা পরিস্থিতিতে সিলেট লকডাউন ঘোষণার পর থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। সূত্র: প্রথম আলো