বাংলাদেশে এরই মধ্যে বিভিন্ন জেলা উপজেলায় চাষ হচ্ছে ড্রাগন ফল। বিদেশি এ ফল চাষে খরচ কম লাভ বেশি হওয়ায় কৃষক সহ শিক্ষিত যুবকদের আগ্রহ বাড়ছে দিন দিন। মাগুরার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী হওয়ায় এখন সেখানকার প্রায় সব জায়গাতেই দেখা যাচ্ছে ড্রাগনের ক্ষেত।

প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করে মাগুরার চাষিরা। কিন্তু এখন শুরু হয়েছে বাণিজ্যিকভাবে উৎপাদন। ড্রাগন চাষের সফলতার কারণেই এখন কৃষকদের পাশাপাশি শিক্ষত যুবকরাও শুরু করেছে ড্রাগন চাষ।

ড্রাগন চাষের ক্ষেত্রে অন্যান্য সারের চেয়ে বেশি প্রয়োগ করা হয় জৈবসার। এছাড়াও কম লাগে কীটনাশকও। সব মিলিয়ে দেখা যাচ্ছে লাভের অংশটাই বেশি। প্রতি কেজি ড্রাগন বিক্রয় হয় ৪০০ থেকে ৬০০ টাকা দরে।