26 C
ঢাকা, বাংলাদেশ
সকাল ৯:৫৯ | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশ রক্ষায় কচুরিপানা অপসারণ করা হচ্ছে কুমার নদের
পরিবেশ রক্ষা

পরিবেশ রক্ষায় কচুরিপানা অপসারণ করা হচ্ছে কুমার নদের

পরিবেশ রক্ষায় কচুরিপানা অপসারণ করা হচ্ছে কুমার নদের

ফরিদপুরের কুমার নদের কচুরিপানা স্বেচ্ছাশ্রমে অপসারণ শুরু হয়েছে। উত্তরে খন্দকার লজ এলাকা থেকে শুরু করে দক্ষিণে চরকমলাপুর মাদ্রাসা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রসংলগ্ন ১০টি জায়গায় এ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে শহরের বিসর্জন ঘাট এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।



উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরিদপুর শহরকে নান্দনিক সাজে সজ্জিত করার লক্ষ্যে কুমার নদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা অপরিহার্য হয়ে পড়েছিল। কুমার নদের কচুরিপানা অপসারণ করে মাছ চাষসহ এই নদের সৌন্দর্যবর্ধনের কাজ করা হবে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনের নেতারা, ফরিদপুর পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর, বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সদস্য, বিএনসিসি, রোভার স্কাউট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এনজিওর কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণ কচুরিপানা অপসারণ কাজে অংশ নিয়েছেন।

এ আয়োজনে উৎসাহ দেওয়ার জন্য শহরের বড় বিসর্জন ঘাটসংলগ্ন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিভিন্ন সংগঠনের শিল্পীরা। প্রতিটি জায়গায় কচুরিপানা অপসারণের কাজে নিয়োজিত ব্যক্তিদের দুপুরের খাবার হিসেবে খিচুড়ি ও ডিমের ব্যবস্থা করা হয়েছে।

এ কাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের মধ্যে হলুদ রঙের টি–শার্ট বিতরণ করা হয়। টি-শার্টের মাঝামাঝি কচুরিপানার ছবির সঙ্গে ছবির ওপরে ‘কুমার নদ রক্ষায় এগিয়ে আসুন’ নিচে আয়োজনে জেলা প্রশাসন, ফরিদপুর’ এবং ‘সহযোগিতায় ফরিদপুর পৌরসভা’সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম লেখা ছিল। এ অভিযানে কোনো রকম দুর্ঘটনা এড়াতে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার অভিযান দল প্রস্তুত রাখা হয়েছে।



পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলাকালে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, পুলিশ সুপার মো. শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্লা, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা প্রমুখ।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত