কুমার নদের দূষণ রক্ষায় অনুষ্ঠিত হয়েছে নৌ শোভাযাত্রা
ফরিদপুরে কুমার নদের দূষণ রোধে নৌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল পৌনে ৬টার দিকে শহরের পৌর বিসর্জন ঘাটে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
দুটি টলার ও ১২টি নৌকার এ শোভাযাত্রা দেড় কিলোমিটার নদী পথ অতিক্রম করে চরকমলাপুর মাদ্রাসা ঘাটে পৌছে শেষ হয়।
নৌ শোভাযাত্রায় অংশ নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ফরিদপুরে কুমার নদের দূষণ ও দখল বন্ধ করে এখানে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে এ নৌ শোভাযাত্রার আয়োজন।
নৌ শোভাযাত্রা চলাকালে সংস্কৃতিক কর্মীরা উদ্দীপনামূলক সংগীত পরিবেশন করেন।
এর আগে গত ১৭ জুন দখল ও দূষণে জর্জরিত কুমার নদের ওই দেড় কিলোমিটার অংশের জমে থাকা কচুরিপানা স্বেচ্ছাশ্রমে পরিস্কার করা হয় জেলা প্রশাসনের আহ্বানে।