২৩ হাজার গাছ লাগাতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
২০২৩ সালের মধ্যে ২৩ হাজার গাছ রোপণ ও বিতরণের পরিকল্পনা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘উদ্দীপ্ত বাংলাদেশের’। এতসংখ্যক গাছ একসঙ্গে রোপণ, পরিচর্যা করা যথেষ্ট কষ্টসাধ্য।
আবার সঠিক যত্ন ও পরিচর্যা না নিলে গাছগুলো মারা যেতে পারে। সেই জায়গা থেকে শিক্ষার্থীদের উপহার হিসেবে গাছ দেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি। তবে এই উপহার সবার জন্য ছিল না।
প্লাস্টিক দ্রব্য জমা দেওয়ার বিনিময়ে গাছ পেয়েছেন শিক্ষার্থীরা। এভাবে বৃক্ষরোপণ ও ক্যাম্পাস পরিষ্কার অভিযান—একসঙ্গে দুই কাজ করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
২৭ আগষ্ট বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে বসে প্লাস্টিকের বিনিময়ে গাছ শীর্ষক আয়োজন। পরিকল্পনা মোতাবেক, সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে কার্যক্রম। পরে শিক্ষার্থীদের আগ্রহে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত গড়ায়।
এ সময় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে প্লাস্টিক নিয়ে এসেছেন, বিনিময়ে পেয়েছেন একটি করে ফলদ বৃক্ষ। একটি প্লাস্টিকের বিনিময়ে একটি করে গাছ উপহার দেওয়ার কথা থাকলেও, সর্বোচ্চ ১০টি গাছও উপহার পেয়েছেন অনেকে।
নিজেদের কার্যক্রম সম্পর্কে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাসিবুল খান বলেন, ‘প্রায় ২ হাজার শিক্ষার্থী আমাদের কার্যক্রমে অংশ নেয়। প্রায় ৭৬ কেজি প্লাস্টিক তারা জমা দেয়।
বিনিময়ে ৪ হাজার গাছ বিতরণ করেছি। ১টি প্লাস্টিকের বিনিময়ে ১টি গাছ উপহার নিতে পেরেছে শিক্ষার্থীরা। সঠিক যত্ন ও পরিচর্যার শর্তে অনেকে অধিকসংখ্যক গাছও নিয়েছে।’
মূলত বিভিন্ন ফলদ গাছ, যেমন আম, মাল্টা, কাঁঠাল ও পেয়ারা শিক্ষার্থীদের দেওয়া হয়। পরে অন্যান্য গাছও বিতরণ করা হবে বলে জানান হাসিবুল খান।
লোকপ্রশাসন বিভাগের এ শিক্ষার্থী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও আমাদের সংগঠনটি কয়েকটি জেলায় কাজ করছে।
কয়েক বছরের মধ্যে দেশের প্রত্যেকটি জেলায় এর কার্যক্রম বিস্তৃত করতে চাই। ধারাবাহিকভাবে অভিনব উদ্যোগ গ্রহণ করে দেশের যেকোনো সংকটে ইতিবাচক ভূমিকা রাখবে উদ্দীপ্ত বাংলাদেশ।’