30 C
ঢাকা, বাংলাদেশ
সন্ধ্যা ৭:৩৬ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
বায়ুদূষণে নাকাল নগরীর মানুষ
পরিবেশ দূষণ

বায়ুদূষণে নাকাল নগরীর মানুষ

বায়ুদূষণে নাকাল নগরীর মানুষ

নয়তলা ভবনটির সামনে লাল রঙের একটি বোর্ড। এটির বুকজুড়ে কাপড়ের তৈরি এক জোড়া ফুসফুস, একটু একটু করে কাঁপছে। যেন কেউ নিশ্বাস নিচ্ছে অনবরত। কাপড়ের রং অনেকটা বাদামি।

অথচ আট দিন আগে এ কৃত্রিম ফুসফুস লাগানোর দিনও ধবধবে সাদা ছিল এর রং। রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের ১ নম্বর সড়কের মুখে এ ফুসফুস লাগানো হয়েছে। ফুটপাত দিয়ে হাঁটা পথচারীরা বেশ কৌতূহল নিয়েই তাকাচ্ছেন এর দিকে।

এমনই একজন কবির আহমাদ। চাকরিসূত্রে এ তল্লাটে প্রায় দু-এক দিন পরপরই আসেন তিনি।

আহমাদ বলছিলেন, ‘কয়েক দিন ধরেই খেয়াল করতেছি বোর্ড আর ফুসফুসটা। দিন দিন ধুলা জমতেছে কাপড়ের ফুসফুসে। হয়তো এটা বোঝানোর জন্যই এটা করা হইছে।’

বায়ুদূষণে নাকাল ঢাকা ও এই নগরীর মানুষ। বুধবার বিশ্বের ১১০টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা ছিল সপ্তম স্থানে। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন—হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের ‘এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস’ ২০২২ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। দূষিত বায়ুর কারণে ২০১৯ সালে রাজধানীতে ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।



বায়ুদূষণে আক্রান্ত হয় আমাদের শরীরের শ্বাস–প্রশ্বাসের প্রধান অঙ্গ ফুসফুস। একে আমরা দেখতে পাই না। তাই কতটা এর ক্ষতি হচ্ছে—তা বুঝতেই মডেল ফুসফুস লাগানোর উদ্যোগ।

উদ্যোক্তা শক্তি ফাউন্ডেশন নামের বেসরকারি সংগঠন। তাদের প্রধান কার্যালয়ের সামনেই লাগানো হয়েছে লাল বোর্ড আর ফুসফুস। নাম দেওয়া হয়েছে, ‘সেভ ইয়োর ব্রেদস’ বা ‘আপনার নিশ্বাস নিরাপদ’ করুন।

শক্তি ফাউন্ডেশনের পরামর্শক লাবিবা রহমান বলেন, ‘ঢাকায় দূষণের যেসব উপাদান আছে, সেগুলো সরাসরি ঢুকছে আমাদের ফুসফুসে। আমরা কাপড় দিয়ে ফুসফুস বানিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি। এটা প্রতীকীভাবে তুলে ধরবে আমাদের ভেতরে আসলে কী পরিমাণ দূষণ ঘটছে।’

শক্ত ধাতবের বোর্ডের ওপর সাদা কাপড় দিয়ে বানানো হয়েছে ফুসফুস। পাতলা তার দিয়ে তৈরি কাঠামোর ওপর কাপড় জুড়ে দেওয়া হয়েছে, যাতে এটি ঠিক থাকে। এর পেছনে লাগানো আছে এগজস্ট ফ্যান। এর বাতাসে কাপড় ওঠানামা করছে। আবার ধূলিকণাও ধরে রাখা সহজ হচ্ছে।

কৃত্রিম এই ফুসফুসের কাঠামো তৈরির বর্ণনা দিয়ে শক্তি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সাব্বির আহমেদ ওসমানী বলেন, ‘এর আগে ভারতের একাধিক শহরে ও নেপালের কাঠমান্ডুতে এভাবে ফুসফুস লাগিয়ে দূষণ পরিস্থিতি দেখার চেষ্টা করা হয়েছে। আমরা ভারতের প্রতিষ্ঠানগুলোর কাছে থেকে এ–সংক্রান্ত ধারণা নিয়েছি।’

এই ফুসফুস যে কাপড়ে তৈরি, তার রঙের পরিবর্তন ঘটে। ধীরে ধীরে সাদা রং বাদামি হয়। একসময় কালো হয়ে যায়। কী পরিমাণ দূষিত উপাদান কাপড়ে পড়ছে, তা বুঝতে প্রতিদিন এর ছবি তুলে রাখা হচ্ছে। গত ৩১ অক্টোবর এই কৃত্রিম ফুসফুস লাগানো হয়েছে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত