বিশ্ব ডাক দিবসে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়
অদ্য ৯ অক্টোবর’২০২৫ বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আজ ।
এ উপলক্ষে রাজধানীর আগারগাঁও, ডাক ভবন প্রাঙ্গন থেকে সকাল ৮ ঘটিয়ায় এক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ঘুরে আবার ডাক ভবনে এসে শেষ হয়।
র্যালীটিতে ঢাকার বিভিন্ন প্রান্ত হতে তরুণ তরুণী অংশগ্রহন করে। বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট ও বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে” একবর্ণাঢ্য সাইকেল র্যালির” আয়োজন করা হয়।
আব্দুন নাসের খান, সচিব, ডাক, বাংলাদেশ টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল র্যালিটির শুভ উদ্বোধন করেন উক্ত মন্ত্রলায়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
সাইকেল র্যালিটি পরিচালনায় করেন বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট এর ,প্রধান সমন্বয়কারী, আমিনুল ইসলাম টুববুস। আরো উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইক্লিং ক্লাবের, সভাপতি, তৌহিদুর রহমানসহ দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবারের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য “#PostForPeople: Local services. Global reach (মানুষের জন্য ডাক: স্থানীয় পরিষেবা।”
র্যালির প্রাক্কালে উপস্থিত বক্তাগন বলেন, ডাক শুধুমাত্র বিশ্বের দেশ বিদেশের বিভিন্ন অঞ্চলে কেবল একটি চিঠি বা পণ্যের পার্সেল নয়; এটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিশ্বকে সংযুক্ত করার এক নির্ভরযোগ্য মাধ্যম।
এই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশ-বিদেশের আনাচে-কানাচে বার্তা পৌঁছে দেওয়ার জন্যই বিশ্বব্যাপি “বিশ্ব ডাক বিস পালিত হচ্ছে।